- Home
- India News
- ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে বাড়বে বেতন ও পেনশন, জেনে নিন বাড়তি কত টাকা পাবেন কেন্দ্রীয় কর্মীরা
ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে বাড়বে বেতন ও পেনশন, জেনে নিন বাড়তি কত টাকা পাবেন কেন্দ্রীয় কর্মীরা
- FB
- TW
- Linkdin
সদ্য অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হয়েছে মোদী সরকার পক্ষ থেকে। গতকালই তা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এর দ্বারা উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা। বাড়বে বেতন ও পেনশন।
এখন প্রশ্ন হলে অষ্টম পে কমিশন লাগু হলে বাড়তি কত টাকা পাবেন কর্মীরা।
ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে বাড়ছে বেতন ও পেনশন। সপ্তম পে কমিশনেকে সময় বেসিক ১৪ হাজার হয়। সে সময় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭ শতাংশ।
ষষ্ঠ বেতন কমিশনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬। সে সময় বেসিক ছিল ৭ হাজার।
এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ করার দাবি উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, যদি ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টরও হয় তাহলেও কর্মীদের বেসিক ববে ৫১,৪৮০ টাকা। নূন্যতম পেনশন ৯ হাজার থেকেবেড়ে ২৫,৭৪০ হবে।
যদি ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে এর থেকেও বাড়বে বেতন ও পেনশন।
২০২৬ সাল থেকে লাগু হবে অষ্টম পে কমিশন। জানুয়ারি থেকেই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীরা।
বৃহস্পতিবার, অশ্বিনী বৈষ্ণব জানান খুব শীঘ্রই বসবে অষ্টম পে কমিশন।