- Home
- India News
- Pay Commission-এর এই ফিটমেন্ট ফ্যাক্টর কী? এবারে কতটা বেতন হাতে পাবে, জেনে রাখুন এই হিসেব
Pay Commission-এর এই ফিটমেন্ট ফ্যাক্টর কী? এবারে কতটা বেতন হাতে পাবে, জেনে রাখুন এই হিসেব
৮ম বেতন কমিশন ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি। ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে বেতন বৃদ্ধির পরিমাণ। কমিশন ছাড়াও বেতন বৃদ্ধি সম্ভব, যা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়।
15

Image Credit : our own
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ম বেতন কমিশন ঘোষণার ফলে অনেক কেন্দ্রীয় সরকারি কর্মচারী স্বস্তি পেয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন।
25
Image Credit : our own
যে কোনও পে কমিশনে কত টাকা বৃদ্ধি পাবে তা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর।
35
Image Credit : our own
কী এই ফিটমেন্ট ফ্যাক্টর? ফিটমেন্ট ফ্যাক্টর হল সরকারী কর্মীদের বেতন ও পেনশন গনণার এক বিশেষ ছক। এই ছকে উপায়েই কত টাকা বাড়বে তা নির্ণয় করা হয়।
45
Image Credit : our own
কমিশন ছাড়া কি বেতন বৃদ্ধি সম্ভব নয়? সরকারি কর্মীদের ক্ষেত্রে কমিশন গঠনের পরেও বেতন বা ভাতা বৃদ্ধি পায়।
55
Image Credit : our own
এক্ষেত্রে বৃদ্ধি পাওয়া টাকা সরাসরি বেসিক পে এর সঙ্গে যুক্ত হয়। ফলে কোনও কমিশন না থাকলে বেতন বাড়লে তা সব সময় মূল বেতনের সঙ্গেই যুক্ত হবে।
Latest Videos