- Home
- India News
- নূন্যতম ৫টি পদোন্নতি সঙ্গে ১৮৬ শতাংশ বেতন বৃদ্ধি, অষ্টম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের
নূন্যতম ৫টি পদোন্নতি সঙ্গে ১৮৬ শতাংশ বেতন বৃদ্ধি, অষ্টম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের
অষ্টম বেতন কমিশন নিয়ে বিশেষ ঘোষণা করলো মোদী সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম ৫ টি পদোন্নতির সুপারিশ করতে পারে এই কমিশন। বেতনও বাড়তে পারে ১.৯২ থেকে ২.৮৬ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে বিশেষ ঘোষণা করল মোদী সরকার।
ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পে কমিশনের কাজ। আর এই নতুন বেতন কমিশন সরকারি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নূন্যতম ৫টি পদোন্নতির সুপারিশ করতে পারে বলে জানা গিয়েছে।
NC-JCM-র তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে MACP-তে বেশ কিছু অসমঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, যা অষ্টম বেতন কমিশনের মাধ্যমে সংশোধন করা উচিত।
বর্তমানে সরকারি কর্মীদের ১০, ২০ এবং ৩০ বছরের চাকরির সময় তিনটি পদোন্নতি হয়। কিন্তু, নতুন বেতন কমিশন সুপারিশ হলে তা হবে ৫টি পর্যন্ত।
অন্যদিকে বাড়বে বেতনও। ১.৯২ থেকে ২.৮৬ পর্যন্ত হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। এতে ৯২ থেকে ১৮৬ শতাংশ পর্যন্ত বেতন বাড়তে পারে।
নতুন পে কমিশনের সুপারিশের মধ্যে আছে, সকল স্তরের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে।
অয়ক্রয়েড সূত্র এবং ১৫ তম ভারতীয় শ্রম সম্মেসনের সুপারিশ অনুসারে একটি সম্মানজনক ন্যূনতম বেতন হবে।
ডিএ মূল বেতন এবং পেনশনের সঙ্গে যুক্ত করার সুপারিশ দেওয়া হয়েছে।
চিকিৎসার সুবিধা দেওয়া হবে সকল কর্মীদের।
কর্মীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা ও হোস্টেল ভাতা বাড়িয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত দেওয়া হবে।