সংক্ষিপ্ত

  • ফের দিল্লিতে আগুন
  • এবার আগুন লাগল ২টি কারখানায়
  • আগুন ঘিরে চাঞ্চল্য রাজধানীতে
  • গত সপ্তাহেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে দিল্লিতে

ফের আগুন দিল্লিতে। এবার আগুন লাগল পশ্চিম দিল্লির মুন্ডকা এলাকায়। শনিবার সকালে প্লাইউড কারখানায় প্রথম আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নিকটবর্তী একটি ব্লাব কারখানায়। এক বিপরীতেই রয়েছে একটি বহুতল। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ২১টি ইঞ্জিন।

এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গত সপ্তাহেই দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ৪৩ জনের। আগুন লেগেছিল আনাজ মান্ডির বেআইনি ভাবে নির্মিত একটি বহুতলে। এই অগ্নিকাণ্ডে আহত হন কমপক্ষে ৬২ জন। 

আনাজ মান্ডির অগ্নিকাণ্ড রাজধানী দিল্লির দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম। গত সোমবারও ওই বাড়িতে ফের আগুন লাগে। যদিও দমকলের ৪টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

এর আগে ১৯৯৭ সালের ১৩ জুন দিল্লির উপহার সিনেমার বেসমেন্টে থাকা ট্রান্সফর্মারে আগুন লাগে। সেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৫৯ জনের। এই অগ্নিকাণ্ডই এখনও পর্যন্ত রাজধানীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম অগ্নিকাণ্ড।