সংক্ষিপ্ত
- ছোট্ট শিশুর গানের ভিডিওতে মাতছে নেটিজেনরা
- আধো উচ্চারণ আর নির্ভুল সুরে গান ছোট্ট শিশুর
- ওই শিশুর গানের এই ভিডিও রীতিমতো ভাইরাল
- শিশুটির গানের ভিডিওতে বিস্ময় প্রকাশ করেছে অনেকে
কথায় বলে সঙ্গীতের কোনও বয়স হয় না। সুর এসে গলায় বসলেই গান গাওয়া সম্ভব। আর তাই বোধহয় তালিমের পাশ দিয়ে না গেলেও কোনও কোনও সঙ্গীত শিল্পীর সুরের মূর্চ্ছনায় ভাসতে হয় আপামর শ্রোতাকে। তাই বলে একরত্তি পুঁচকে! যখন একটা দুটো করে ছোট ছোট শব্দ বলে হাততালি কোড়ানোর সময়, টলমল পায়ে বাড়ি মাতিয়ে রাখায় সময়, তখন সেই পুঁচকে তার সুরের মাধুরীতে মাতাচ্ছে সকলকে। ভিডিওটি শোনার পর ইতিমধ্যে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
এই ছোট্ট শিশুটির গানের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। 'তাই তাই তাই' বা 'বুলবুল পাখি ময়না টিয়ের' বদলে ওই ছোট্ট শিশুটি গান গাইছেই সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের 'লাগ যা গলে ফির না আয়ে'। ওই পুঁচকের সবে জীবন শুরু হল। এখন জীবন জুড়ে খেলা আর আনন্দ। এই গানের মানে বোঝা ওর পক্ষে সম্ভব নয়, ভাব বোঝা তো অনেক দূরের কথা। কিন্তু গানটা শোনার সময় গলার সুরে এসব কথা বোঝার উপায় নেই। সরস্বতী যে গলায় বাস করে, সেই গলার গানের সুর কি বয়স দেখে আসে! ভাইরাল হওয়া ছোট্ট শিশুটির এই ভিডিও যেন সেই বার্তাই পাঠাতে চাইছে প্রতিটি শ্রোতার মনে।