ভিডিও-এ দেখা যায় বেঙ্গালুরুর দেবনাহল্লিতে বৃষ্টিতে ভিজে যাওয়া একটি কাট আউটকে সযত্নে মুছে পরিষ্কার করছেন এক বৃদ্ধ।

বেঙ্গালুরুর দেবনাহল্লির রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট। সেটি দেখে সেদিকে এগিয়ে যায় এক বৃদ্ধ। নিজের গায়ের জামা দিয়ে মুছে পরিষ্কার করেন প্রধানমন্ত্রীর কাট আউটটি। সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হতে থাকে। ভারতের বুকে মোদীর জনপ্রিয়তা আরও একবার স্পষ্ট করে দেয় এই ভিডিও। এই ভিডিও-এ দেখা যায় বেঙ্গালুরুর দেবনাহল্লিতে বৃষ্টিতে ভিজে যাওয়া একটি কাট আউটকে সযত্নে মুছে পরিষ্কার করছেন এক বৃদ্ধ।

এই প্রসঙ্গে ওই বৃদ্ধের কাছে জানতে চাওয়া হলে তাঁর সাফ জবাব, প্রধানমন্ত্রীর প্রতি তাঁর আস্তার জন্যই এই কাজ তিনি করেছেন। পাশাপাশি এই কাজের জন্য যে তাঁকে কোনও অর্থ প্রদান করা হয়নি সেবিষয়ও জানিয়ে দেন তিনি। তিনি পরিষ্কার বলেন, অর্থের জন্য নয়, মোদী তাঁর ঈশ্বর। সেই কারনেই এমন কাজ করেছেন তিনি।

Scroll to load tweet…

আরও পড়ুন - 

যুদ্ধ বিধ্বস্ত সুদান, আটকে পড়া ভারতীয়দের উদ্ধার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

কেরালার প্রথম বন্দে ভারত ট্রেন থেকে একাধিক প্রকল্পের সূচনা- জেনে নিন প্রধানমন্ত্রী মোদীর আগামী সফরসূচি

ভোটের আগে কংগ্রসের হাতিয়ার মোদীর অডিও, কর্ণাটকের দুর্নীতি নিয়ে বিজেপিকে আক্রমণ বিরোধী পক্ষের