ভোজপুরী ভাষায় মন ছুঁয়ে যাওয়া এক গান উপহার দিল সে। অপূর্ব তার গায়কী, মন ভোলানো তাঁর কন্ঠ।

এই পার্থিব পৃথিবীতে ভগবান দেখা দেন না। বাবা মায়ের স্থানই জীবনে সবার ওপরে। কিন্তু কতজন মানেন সে কথা। যদি মানতেন তবে হয়ত দেশ জুড়ে বৃদ্ধাশ্রমের সংখ্যা এত বাড়ত না। আগামী প্রজন্মের কাছ থেকেও হয়ত তাই আশা নেই বিশেষ কিছু। তবে মাঝে মাঝে এক একটা আলো চোখ ধাঁধিয়ে দেয়। তখন বাস্তবটাকে মনে হয় স্বর্গের চেয়েও সুন্দর। উত্তরপ্রদেশের ছোট্ট একটি মেয়ে এমনই মুহুর্ত উপহার দিল নেটিজেনদের। 

কিছু ত্যাগ আছে যা শুধুমাত্র বাবা-মা তাদের সন্তানদের জন্য করতে পারেন। এটা কখনই অস্বীকার করা যায় না যে আমরা আজ যে আছি তাতে আমাদের বাবা-মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা আমাদের জন্য যা করেছে তার জন্য কোনোভাবেই তাদের ধন্যবাদ দিয়ে আমরা তাদের শোধ করতে পারি না। তবে হয়ত নিজেদের কাজ দিয়ে তাঁদের কৃতজ্ঞতা জানাতে পারি। সেই মেয়েটি (Uttar Pradesh Girl) ঠিক তাই করল। ভোজপুরী ভাষায় (Bhojpuri) মন ছুঁয়ে যাওয়া এক গান (Song) উপহার (Gift) দিল সে। অপূর্ব তার গায়কী, মন ভোলানো তাঁর কন্ঠ। এই ক্লিপটি শেয়ার করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ।

Scroll to load tweet…

কোনও দর্শক বা তার কোনও শ্রোতার জন্য নয়, মন প্রাণ ঢেলে সে গাইল শুধু তার বাবা মায়ের জন্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েটি একটি গানের মাধ্যমে তার বাবা-মায়ের আত্মত্যাগের কথা গাইছে। ভিডিওটি উত্তরপ্রদেশের ভাতওয়ালিয়া গ্রামের একটি স্কুলের বলে জানা গেছে। বাবা-মায়ের আত্মত্যাগে নিবেদিত এই মেয়ের সুরেলা কণ্ঠে গানটি মানুষ খুব পছন্দ করেছেন।

গানের মাধ্যমে নিষ্পাপ মেয়েটি তুলে ধরেছেন কিভাবে মা-বাবা তাদের সন্তানদের সুন্দর জীবন দিতে ত্যাগ স্বীকার করেন। তাঁদের এই ত্যাগ ও ত্যাগের প্রতিদান আমরা কখনোই শোধ করতে পারবো না।