Viral Video: ভিড় এড়াতে জানলা দিয়ে বাসের সিটে মহিলা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কর্ণাটকে শক্তি যোজনার অধীনে ফ্রি-তে বাসে যেতে পারেন মহিলারা | কিন্তু শক্তি যোজনার বাসকে ঘিরে প্রবল ভিড় লেগে যায়, ভিড় এড়াতে শেষমেশ জানলা দিয়ে বাসে ঢুকে পড়েন এক মহিলা |

/ Updated: Jun 19 2023, 08:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জানলা দিয়ে বাসের সিটে মহিলা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । ঘটনাটি কর্ণাটকের কালাবুর্গি-র । শক্তি যোজনার অধীনে এই বাস সার্ভিস চালু হয়েছে, এই পরিষেবার ফ্রি-তে বাসে যেতে পারেন মহিলারা । কিন্তু শক্তি যোজনার বাসকে ঘিরে প্রবল ভিড় লেগে যায়, ভিড় এড়াতে শেষমেশ জানলা দিয়ে বাসে ঢুকে পড়েন এক মহিলা । এই মহিলার ভিডিও হয়েছে ক্যামেরাবন্দি, আর তা ভাইরাল হয়েছে ।