ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR আবহের মাঝেই গত 24 নভেম্বর উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা বিভাগের তরফে একটি বিবৃতি সামনে আসে। আধার কার্ড জন্মের তারিখ প্রমাণ করে না। তাই এক্ষেত্রে আধার কার্ড গ্রহণ নিষেধ করে দেওয়া হল।

দেশের একাধিক রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) কাজ। সেই সময়েই উত্তরপ্রদেশের সরকার জানিয়ে দিল, জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ডকে আর ব্যবহার করা যাবে না।

এএনআই সূত্রে খবর, এই নিয়ে গত ২৪ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেছে উত্তরপ্রদেশে পরিকল্পনা বিভাগ। ওই বিভাগের তরফে বিভিন্ন দপ্তরকে আধার কার্ডকে জন্ম তারিখের প্রমাণ হিসেবে গ্রহণ করতে নিষেধ করে দেওয়া হয়েছে।

কী কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছে যোগী আদিত্যনাথের প্রশাসন। উত্তরপ্রদেশের সরকার এই বিজ্ঞপ্তি জারি করার সময়ে গত ৩১ অক্টোবর, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (UIDAI) একটি চিঠির কথাও উল্লেখ করেছে। তাতেই জানানো হয়েছে আধার কার্ড জন্মের কোনও প্রমাণ নয়। উত্তরপ্রদেশের পরিকল্পনা দপ্তর জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে কারোর জন্ম সার্টিফিকেট যুক্ত করা থাকে না। এই কারণে আধার কার্ডকে আর জন্মের বা জন্মদিনের প্রমাণ হিসেবে বৈধ বলে বিবেচনা করা হবে না।

উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তে এবার থেকে রাজ্যটিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ, স্কুলে ভর্তি, সরকারি ফর্মে বয়স প্রমাণ করার ক্ষেত্রে আর দেখানো যাবে না আধার কার্ড। এর জন্য প্রত্যেককে আলাদা করে আসল জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট কিংবা হাই স্কুলের মার্কশিট এবং অন্যান্য নির্ধারিত নথিপত্র ব্যক্তির বৈধ জন্ম তারিখের প্রমাণ হিসেবে গণ্য করা হবে। এ প্রসঙ্গে উত্তর প্রদেশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, স্কুলে ভর্তির মতো একাধিক ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণেই এমন নির্দেশিকা।

উল্লেখ্য, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার লখনউয়ের আঞ্চলিক অফিসের ডেপুটি ডিরেক্টর আদিত্য প্রকাশ বাজপেয়ী যোগী আদিত্যনাথ প্রশাসনকে একটি চিঠি দিয়ে জানিয়েছিলেন, রাজ্যজুড়ে একাধিক দপ্তরে আধার কার্ডকে জন্মের প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর জন্য যেন অবিলম্বে পদক্ষেপ নেওয়া। জানা যায়, এমন চিঠি পাওয়ার পরই আধার কার্ডকে জন্মের প্রমাণ হিসেবে ব্যবহার না করার নির্দেশ দিয়ে দিল যোগী সরকার।