সংক্ষিপ্ত
- প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল
- আজ দিল্লির লোধি রোডে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে
- প্রয়াত নেত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অনেকেই
- বিরোধী দলের রাজনীতিকরাও শ্রদ্ধা জানিয়েছেন সুষমাকে
প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। আজ দিল্লির লোধি রোডে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রয়াত নেত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অনেকেই। বিরোধী দলের রাজনীতিকরাও শ্রদ্ধা জানিয়েছেন সুষমাকে। পাক বংশোদ্ভূত শিল্পী আদনান সামিও সুষমা স্বরাজের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন।
আদনান এদিন টুইটট করেন, সুষমাজির মৃত্যুতে আমি ও আমার পরিবার সকলেই স্তম্ভিত। সুষমাজি আমাদের কাছে মাতৃসম ছিলেন আমাদের সকলের কাছে। তিনি খুবই শ্রদ্ধেয় ছিলেন আমাদের কাছে। তিনি অসাধারণ একজন বক্তা ছিলেন। ওঁর মতো ভালোবাসার মানুষের অভাব বোধ করব।
প্রসঙ্গত, মঙ্গলবার প্রবল বুকে ব্যথা নিয়ে এইমস-এ ভর্তি হন সুষমা স্বরাজ। চিকিৎসকরা তাঁকে কিছুক্ষণের মধ্যেই মৃত বলে ঘোষণা করেন। তিনি বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন বলে জানা গিয়েছে। যার জন্য এবারের লোকসভা নির্বাচনে তিনি অংশ নেননি। বিদেশমন্ত্রী থাকাকালীন বহু মানুষকে সাহায্য করেছিলেন সুষমা।