সংক্ষিপ্ত

সীমানা ছাড়িয়ে অসম মিজোরাম বিবাদ প্রবেশ করছে দুই রাজ্যের অন্দরে। মিজোরাম থেকে আসা গাড়ি তল্লাশির নির্দেশ হেমন্ত বিশ্বশর্মার। 
 

আসম-মিজোরাম- দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে বিবাদের আগুন এখনও অব্যাহত। গত বুধবারই দুই প্রতিবেশী রাজ্য সীমানা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিল। পরিস্থিতি এতটাই সংকটজন হয়েছিল যে গুলিয়ে অসমের ৬ পুলিশ কর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছিল। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্যণ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন। কিন্তু তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অসম সরকার তার রাজ্যের বাসিন্দাদের মিজোরাম সফরে না যেতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি মিজোরাম থেকে আসা সমস্ত গাড়ি পরীক্ষা করার বিজ্ঞপ্তিও জারি করেছে হেমন্ত বিশ্ব শর্মারস সরকার। 

মিলেমিশে যেতে পারে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড, তেমনই নতুন গবেষণায় ছাড়পত্র ভারতের

বৃহস্পতিবার অসম সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিজোরাম থেকে অসমে প্রবেশ করা সমস্ত গাড়ি পরীক্ষা করা হবে। অবৈধ ওষুধের অনুসন্ধানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির পক্ষে সওয়াল করে অসম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত দুমাসে ৯১২টি মমালা দায়ের করা হয়েছে বিপুলপরিমাণে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ১৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। অসম পুলিশের পক্ষ থেকে জিপি সিং টুইট করে জানিয়েছেন, মিজোরামসহ বাইরে থেকে আসছে মাদকদ্রব্য। যা অসম প্রশাসককে চ্যালেঞ্জ ছুঁড়ে গিয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মানুষের স্বার্থেই সহযোগিতার আবেদনও করেছেন তিনি। 

"

অবৈধ ওষুধের বিরুদ্ধে সম্প্রতি অভিযান চালিয়েছিল অমস সরকার। সেখানে দেখা গেছে বেশিরভাগ মাদক জাতীয় দ্রব্যই এসেছিল সীমানার অপর প্রান্ত থেকে। সেই সময়ই বলা হয়েছিল মিজোরাম থেরে অবৈধ ওষুধ পাচার অসমীয়া সমাজের কাছে একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যা তরুণদের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। আর সেই কারণ উত্থাপন করেই অবৈধ ওষুধের চোরাচালান রুখতে মিজোরাম থেকে আসা সমস্ত গাড়ি পপীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। অসম-মিজোরাম সীমানা এলাকায় দাঁড়িয়ে অসম পুলিস গাড়িগুলি পরীক্ষা করবে। কোনও রকম বেআইনি ওষুধ নেই-এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তকর্তারা সন্তুষ্ট হওয়ার পরেই গাড়িগুলি অসমে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হবে।

পেগাসাস আঁচ ইজরায়েলে, NSOর অফিস পরিদর্শন প্রতিরক্ষা মন্ত্রকের

বিপর্যস্ত কলকাতায় জমা জল সরাতে ৪৫০ পাম্প, আজও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

মিজোরামের মুখ্যমন্ত্রী এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। বলে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন মিজোরামের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় স্থানীয় বাসিন্দার বিষয়টি নিয়ে সরব হয়েছে। তাঁদের কথায় অসম সরকার মিজোদের হেনস্থা করতেই এজাতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। 

YouTube video player