- Home
- India News
- ৮% DA বৃদ্ধির পর আবার সুখবর সরকারি কর্মীদের জন্য! ডিসেম্বরেই অ্যাকাউন্টে ঢুকবে ১২,৬০০ টাকা
৮% DA বৃদ্ধির পর আবার সুখবর সরকারি কর্মীদের জন্য! ডিসেম্বরেই অ্যাকাউন্টে ঢুকবে ১২,৬০০ টাকা
নতুন বছর শুরুর আগেই খুশির হাওয়া বইছে সরকারি কর্মীদের মধ্যে। কারণ কথা রেখেছে সরকার। এক ধাক্কায় ৮ শতাংশ DA বা মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে সরকারের তরফে। এবার মিলল আরেকটা খুশির খবর।

বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
২০২৪ সালে ১ জানুয়ারি থেকে এই ডিএ কার্যকর হয়েছে। তবে এখানেই শেষ নয় কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবার আরও বাড়তি টাকা যাবেন।
এক ধাক্কায় এবার সরকারি কর্মীরা ১২,৬০০ টাকা পাবেন বলে জানা যাচ্ছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
এখন নিশ্চয়ই ভাবছেন যে এই টাকাটা আবার কিসের জন্য পাবেন সরকারী কর্মীরা?
তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
যারা সরকারি কর্মী তারা জানেন যদি ডিএ বাড়ে তাহলে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ HRA-এর নিয়মেও কোনও না কোনও বদল ঘটে।
এবারও তার ব্যতিক্রম ঘটেনি। যেহেতু ডিএ ৫০% হারে মিলছে, ফলে বাড়ি ভাড়া ভাতাটাও এবার বাড়বে বলে আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
ডিওপিটি ইতিমধ্যে ভাতার তালিকা প্রকাশ করেছে। এই মাসে ডিএ বৃদ্ধির পরে এটি সংশোধন করা হবে।
এইচআরএ কতটা বাড়বে? সেই নিয়েও জোরালো প্রশ্ন উঠছে।
যদি কোনও কর্মচারীর মূল বেতন ৩৫,০০০ টাকা হয় তবে শহরের বিভাগ অনুসারে প্রাপ্ত এইচআরএ কিছুটা এমন হবে।
১) X ক্যাটাগরির শহরগুলির ক্ষেত্রে ৩৫,০০০ টাকার ২৭% অর্থাৎ ৯,৪৫০ টাকা।
২) Y ক্যাটাগরির শহরগুলির ক্ষেত্রে ৩৫,০০০ টাকার ১৮% অর্থাৎ ৬,৩০০ টাকা।
৩) ৩৫,০০০ টাকার ৯% অর্থাৎ Z ক্যাটাগরির শহরগুলির জন্য ৩১৫০ টাকা।