- Home
- India News
- DA-র পর আরও দুটি ভাতা বাড়াল মোদী সরকার! প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ১১২৫০ টাকা! বিজ্ঞপ্তি জারি
DA-র পর আরও দুটি ভাতা বাড়াল মোদী সরকার! প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ১১২৫০ টাকা! বিজ্ঞপ্তি জারি
| Published : Dec 15 2024, 09:03 AM IST / Updated: Dec 16 2024, 03:41 PM IST
DA-র পর আরও দুটি ভাতা বাড়াল মোদী সরকার! প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ১১২৫০ টাকা! বিজ্ঞপ্তি জারি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
দুর্দান্ত ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য
210
গত অক্টোবরেই তাঁদের ডিএ বাড়ানো হয়েছিল।
310
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এত দিন তাঁরা ৫০ শতাংশ হারে ডিএ পেতেন।
410
এবার এল আরেক সুখবর। ডিএ-র পাশাপাশি, দুটি ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।
510
এর ফলে এবার মোটা টাকা ঢুকবে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের পকেটে।
610
দুটি ভাতা বাড়ানোর ফলে এক ধাক্কায় অ্যাকাউন্টে ঢুকবে ১১২৫০ টাকা।
710
জেনে নিন কেন্দ্রীয় সরকার কোন কোন দুটি ভাতার টাকা বাড়িয়েছে।
810
এই দুই ভাতা হল হোস্টেল সাবসিডি ও সন্তানের শিক্ষা ভাতা।
910
সবকিছু ঠিকঠাক থাকলে হোস্টেল সাবসিডি বাবদ কেন্দ্রীয় সরকারি কর্মীরা মাসে মাসে সর্বোচ্চ ৮৪৩৭.৫ টাকা করে রিইম্বার্সমেন্ট পেতে পারেন।
1010
শুধু তাই নয়, সন্তানের শিক্ষা ভাতা বাবদ মাসে মাসে সর্বোচ্চ ২৮১২.৫ টাকা পেতে পারেন সরকারি কর্মীরা।