সনাতন ধর্ম প্রচারক বাবা বালক নাথের বিরুদ্ধে নেশাজাতীয় লাড্ডু খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এক তরুণী অভিযোগ করেছেন, বাবা তাকে নেশাজাতীয় লাড্ডু খাইয়ে ধর্ষণ করেছে। পুলিশ 376D ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

সনাতন ধর্ম প্রচারক বাবা বালক নাথের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হল। অভিযোগ তোলেন একটি মেয়ে। তাঁকে নেশাজাতীয় লাড্ডু খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ তোলে সে।

তিনি দাবি করেছেন, সনাতন ধর্ম প্রচারক বাবা বালক নাথ তাকে নেশাজাতীয় লাড্ডু খাইয়ে ধর্ষণ করেছে। অভিযোগের পর পুলিশ সনাতন ধর্ম প্রচারক বাবা বালক নাথের বিরুদ্ধে 376D ধারায় মামলা দায়ের করে। এই ঘটনার পর বাবা বালক নাথের অনুগামী ও সমর্থকদের মধ্যে বিভাজন দেখা গিয়েছে। কেউ বলছেন বাবা বালক নাথ নির্দোষ তো কেউ তাঁকে দোষী বলে দাবি করছেন।

এফআই আর দায়ের হলেও এখনও পুলিশ গ্রেফতার করেনি বাবা বালক নাথকে। কবে তিনি গ্রেফতার হবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ বাবা বালক নাথের সঙ্গে একাধিক রাজনৈতিক ব্যক্তির যোগ আছে। সে কারণ তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে অনুমান। তেমনই এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তদন্ত করছে এবং সব ঘটনা খতিয়ে দেখছে।

অন্যদিকে, বাবা বালক নাথ এখনও কোনও বিবৃতি দেননি। এটি বাবা বালক নাথের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার চেষ্টা।

এদিকে সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটি বাবা বালক নাথের আচরণ সকলের নজর কেড়েছে। একটি মেয়ের সঙ্গে সে যেমন ভাবে গায়ে হাত দিয়ে ঘনিষ্ঠ হয়ে কথা বলছে, তা কোনও বিশেষ উদ্দেশ্য ছাড়া এমনি হতে পারে না বলে দাবি সকলের। অশ্লীল আচরণ করছেন তিনি। সে যাই হোক, এবার ধর্ষণের অভিযোগ উঠল বাবা বালক নাথের বিরুদ্ধে। চলছে তদন্ত।

Scroll to load tweet…