কৃষকদের খোলা চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
নয়া আইন ভারতীয় কৃষিতে নতুন অধ্যায় রচনা করবে বলে দাবি
সেই চিঠি সকলকে পড়ার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী
সবার মধ্যে ছড়িয়ে দিতেও আর্জি জানালেন মোদী
গত তিন সপ্তাহ ধরে রাজধানীর সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। বিক্ষোভে সামিল মূলতঃ পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে আসা হাজার হাজার কৃষক। ভারতের নতুন কৃষি আইন বাতিলের দাবি করছেন তাঁরা। এই নিয়ে কেন্দ্রের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেছেন কৃষক নেতারা। সমস্য়ার সমাধান হয়নি। সরকারের দেওয়া লিখিত প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন কৃষকরা। এই অবস্থায় বৃহস্পতিবারই 'কৃষক ভাই বোন'দের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। যা দেশের সকল কৃষককে পড়ার এবং সারা দেশে ছড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন, কৃষকদের তাঁর উপর বিশ্বাস রাখার আর্জি জানিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দাবি করেছেন, কৃষকদের স্বার্থেই কৃষি আইন বিষয়ে এই সংস্কারগুলি করা হয়েছে। এই সংস্কারগুলি ভারতীয় কৃষিতে একটি নতুন অধ্যায় রচনা করবে। দেশের কৃষকদের আরও স্বাধীন ও ক্ষমতায়িত করবে। সেই সঙ্গে তিনি বলেছেন, 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস' এই মন্ত্র নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপি সরকার এগিয়ে চলেছে। বৈষম্য ছাড়া সবার স্বার্থ রক্ষা করার চেষ্টা করে চলেছে। গত ছয় বছরের ইতিহাস তার সাক্ষী বলেও দাবি করেছেন নরেন্দ্র সিং তোমর।
आप विश्वास रखिये, किसानों के हितों में किये गए ये सुधार भारतीय कृषि में नए अध्याय की नींव बनेंगे, देश के किसानों को और स्वतंत्र करेंगे, सशक्त करेंगे। pic.twitter.com/bwA17HXph3
— Narendra Singh Tomar (@nstomar) December 17, 2020
सभी किसान भाइयों और बहनों से मेरा आग्रह !
— Narendra Singh Tomar (@nstomar) December 17, 2020
"सबका साथ सबका विकास सबका विश्वास" के मंत्र पर चलते हुए प्रधानमंत्री श्री @narendramodi जी के नेतृत्व में हमारी सरकार ने बिना भेदभाव सभी का हित करने का प्रयास किया है। विगत 6 वर्षों का इतिहास इसका साक्षी है।#ModiWithFarmers pic.twitter.com/Ty6GchESUG
কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর লেখা এই চিঠিটি রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৃষক ভাই-বোনদের চিঠি লিখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তাদের সঙ্গে নম্র ভাষায় আলোচনা করার চেষ্টা করেছেন। সমস্ত 'অন্নদাতা'কে চিঠিটি পড়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দেশবাসীকেও এই চিঠি যত বেশি সম্ভব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
कृषि मंत्री @nstomar जी ने किसान भाई-बहनों को पत्र लिखकर अपनी भावनाएं प्रकट की हैं, एक विनम्र संवाद करने का प्रयास किया है। सभी अन्नदाताओं से मेरा आग्रह है कि वे इसे जरूर पढ़ें। देशवासियों से भी आग्रह है कि वे इसे ज्यादा से ज्यादा लोगों तक पहुंचाएं। https://t.co/9B4d5pyUF1
— Narendra Modi (@narendramodi) December 17, 2020
অন্যদিকে, এদিনও কৃষি ভবনে কৃষি সংস্কার আইনের সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে বেশ কয়েকটি কৃষি পণ্য উৎপাদক সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন বলে জানিয়েছেন নরেন্দ্র সিং তোমর। ২০ ডিসেম্বরই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত একটি কৃষকসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন কঋষি পণ্য উৎপাদন সংস্থার সমর্থন, কৃষিমন্ত্রীর খোলা চিঠি, প্রধানমন্ত্রীর সভায় কতটা কাজ হয়, সেটাই এখন দেখার।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 17, 2020, 9:26 PM IST