- Home
- India News
- ঠিক কী কারণে আমেদাবাদে বিমান দুর্ঘটনা? প্রশ্ন উঠে গেল আমেরিকার '৭৮৭-৮ ড্রিমলাইনার' বিমান নিয়ে
ঠিক কী কারণে আমেদাবাদে বিমান দুর্ঘটনা? প্রশ্ন উঠে গেল আমেরিকার '৭৮৭-৮ ড্রিমলাইনার' বিমান নিয়ে
Ahmedabad Plane Crash: আমেদাবাদে এয়র ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা প্রশ্ন তুলে দিল আমেরিকার বোয়িং সংস্থার তৈরি '৭৮৭-৮ ড্রিমলাইনার' শ্রেণির। এই সংস্থার বিমান নিয়ে উঠছে যান্ত্রিক ত্রুটির অভিযোগ।

আমেদাবাদে বিমান দুর্ঘটনা
আমেদাবাদে বিমান দুর্ঘটনায় ২৩০ জন যাত্রী-সহ ১২ জন বিমান কর্মীর মৃত্যু হয়েছে। তেমনই আশঙ্কা করা হয়েছে।
কিন্তু কেন দুর্ঘটনা
কিন্তু কেন এই দুর্ঘটনা- তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এখনও দুর্ঘটনার কারণ স্পষ্ট করে কিছুই জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানটি কাদের?
বিমানটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি ‘৭৮৭-৮ ড্রিমলাইনার’ শ্রেণির। এই সংস্থা বিমান প্রস্তুতকারক সংস্থা।
প্রযুক্তিগত ত্রুতি
এই প্রথম বড় দুর্ঘটনার কবলে পড়ল এই সংস্থার বিমান। কিন্তু এই মডেলটি প্রযুক্তিগত ত্রুটির কারণে একাধিকবার আলোচনায় এসেছিল।
১৮ বছর পুরনো বিমান
এই মডেলটির উড়ান শুরু হয়েছিল ১৮ বছর আগে অর্থাৎ ২০০৭ সালে। কিন্তু আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের অদূরে ভেঙে পড়া ড্রিমলাইনালরটি প্রায় ১২ বছর পুরনো।
সংস্থার দাবি
আমেরিকার সংস্থা ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বাজারে আনার সময় বলেছিল দুটি রোলস রয়েস ইঞ্জিনের সাহায্যে বিমানটি উড়বে। কিন্তু উড়ানের সময় বিপর্যয়ের মুখে পড়বে না বলেও দাবি করেছিল।
প্রথম দুর্ঘটনা
২০০৭ সালে এই সংস্থার বিমান চালু হলেও প্রথম দুর্ঘটনার মুখে পড়েছিল ২০০৯ সালে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করা হয়েছিল।
যাত্রীবাহী বিমান
বোয়িং আগেই জানিয়েছিল ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলটি এ পর্যন্ত ১০০ কোটিরও বেশি যাত্রী পরিবহণ করেছে।
ড্রিমলাইনারের উত্তরসূরি
ড্রিমলাইনারের ‘উত্তরসূরি’ ৭৩৭ ম্যাক্স-৮ বিমানকেও ‘অতি নিরাপদ’ পদে চিহ্নিত করেছিল বোয়িং। এয়ারবাস ৩২০-র প্রতিযোগী হিসেবে উঠে এসেছিল ম্যাক্স।
দুর্ঘটনা নিয়ে প্রশ্ন
প্রায় এক যুগ আগেই ওই বিমানে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির সমস্যা চিহ্নিত করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, হাইড্রলিকের কার্যকারিতা নিয়েও। সে সময় দ্রুত নতুন নকশা ও সুরক্ষাব্যবস্থার মাধ্যমে সমস্যার নিষ্পত্তির কথা জানিয়েছিল বোয়িং। কিন্তু সমস্যার পুরোপুরি নিরসন হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দিল বৃহস্পতিবারের দুর্ঘটনা।

