নতুন সিম চালু করতেই খোয়া গেল সমস্ত ফিক্সড ডিপোজিট! সাড়ে ৭ লক্ষ টাকার দেনা করা হল এক মহিলার নামে

ই সিম ব্যবহার করতে গিয়ে খোয়া গেল ফিক্সড ডিপোসিট! এমনকী তাঁর নাম ব্যবহার করে ঋণ নিয়ে কেনা হল সাড়ে ৭ লক্ষের গাড়ি। প্রকাশ্যে এল ভয়ঙ্কর স্ক্যামের খবর। ফোন খোয়া গেলে যাতে তাড়াতাড়ি মিলে যায় তার জন্যই এই বিশেষ সিম ব্যবহার করেন উপভোক্তা। আর তারপরেই ঘনিয়ে এল ভয়াবহ বিপদ!

নয়ডায় এটি একটি সাধারণ দিন ছিল একটি অপরিচিত নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ কল পান এক মহিলা। যে ব্যক্তি ফোন করেন তিনি নিজেকে মোবাইল নেটওয়ার্ক সরবরাহকারীর কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বলে দাবি করেন। পেশাদারের সুরে তিনি তাকে একটি এমবেডেড সিম (ইসিম),ব্যবহার করতে বলেন যা তার ফোনটি হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য হবে।

বলা হয় এসএমএসের মাধ্যমে একটি কোড যাবে যা বললেই এবং তার ই-সিম সক্রিয় হবে। দু-তিন দিনের মধ্যে সিম আসবে বলেও আশ্বাস দেন তিনি। মুখহীন কণ্ঠস্বরে বিশ্বাস করে জ্যোৎস্না নির্দেশ পালন করলেন।

তিন দিন পেরিয়ে গেলেও সিম কার্ড এল না। আতঙ্কিত হয়ে তিনি তার মোবাইল সরবরাহকারীকে কল করেন, কেএরপর ডুপ্লিকেট সিম কার্ডের জন্য নিকটস্থ পরিষেবা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অবশেষে নম্বরটি পুনরায় সক্রিয় করার সাথে সাথে মাথায় বাজ পড়ল মহিলার । তিনি জানতে পারেন যে তার ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিট তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার নামে ৭.৪০ লক্ষ টাকার একটি গাড়ি ঋণ নেওয়া হয়েছে। পরে তিনি পুলিশে অভিযোগ দায়ের করতে ছুটে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সমস্ত টাকা লুটে নিয়েছে সাইবার অপরাধীরা।