- Home
- India News
- দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান
দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান
Delhi School Bomb Threats: রাজধানীর স্কুলে ফের বোমাতঙ্ক। বোম মারার হুমকি দিয়ে ইমেল স্কুলে। কোন স্কুলে ঘটল এমন ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

দিল্লির স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল
মেইল করে রাজধানীর অন্তত ৫০টি স্কুলকে বোমা মারার হুমকি। গত ২ সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার রাজধানী দিল্লির একাধিক স্কুলে বোম মারার হুঁশিয়ারি দিয়ে হুমকি মেল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে।
আতঙ্কে রাজধানীর একাধিক বিদ্যালয়
এর আগে গত ৪৮ ঘন্টায় অন্তত ৩২টি স্কুলে এই ধরনের হুমকি মেইল করা হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যে ফের ৫০টি বিদ্যালয়ে বোম মারার হুমকি দেওয়া মেইল পাঠানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। যদিও মেলগুলিকে ভুয়ো বলে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কে বা কারা এই ধরনের কাজ করছে, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কীনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
কোন কোন বিদ্যালয়ে হুমকি বার্তা
পুলিশ সূত্রে খবর, বিদ্যালয়ে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পাঠানো হয়েছে রাজধানী শহরের অন্তত ৫০টি স্কুলে। তাদের মধ্যে রয়েছে-মালভিয়া নগরের এসকেভি হাউজ রানি, করোলবাগের অন্ধ্র স্কুলের মতোন প্রতিষ্ঠানগুলি। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পড়ুয়া ও অভিভাবকমহলের।
কী বলছে দিল্লি প্রশাসন?
এই বিষয়ে চলতি সপ্তাহের সোমবারই দিল্লি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা সেদিন সকাল ৭.৩০ থেকে দুপুর ১২.২৫ এর মধ্যে ৩২টি স্কুল থেকে ফোন পেয়েছিল। স্কুল কর্ত-পক্ষ জানিয়েছে যে, তাদের কাছে হুমকি মূলক ইমেল এসেছে। এই প্রতিষ্ঠানগুলির বেশিরভাগই দ্বারকায় ছিল, যার মধ্যে রয়েছে দিল্লি পাবলিক স্কুল, বিজিএস ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, শ্রী ভেঙ্কটেশ্বর স্কুল, গ্লোবাল স্কুল এবং আরও বেশ কয়েকটি। ডিপিএস দ্বারকা এমনকি শিশুদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। এবং সেদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় স্কুল।
স্নিফার ডগ দিয়ে স্কুলগুলিতে তল্লাশি
জানা গিয়েছে, বাচ্চাদের সুরক্ষিত রাখতে দিল্লি পুলিশের তরফে প্রতিটি স্কুল ক্যাম্পাসে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কুকুর স্কোয়াড সহ একাধিক দল মোতায়েন করা হয়েছে। এছাডা়ও ঘটনাস্থলে রয়েছে ফরেনেসিক বিশেষজ্ঞরা। মেইলের আইপি অ্যাড্রেস ট্রাক করে দুস্কৃতীদের ট্রাক করতে চাইছে পুলিশ।

