সংক্ষিপ্ত

উত্তর জেলার ধর্মনগর এবং ত্রিপুরার দক্ষিণের প্রান্তিক সীমান্ত এলাকা সাব্রুমের দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করে গেরুয়া শিবিরের হয়ে জনসমর্থন আদায় করবেন তিনি। 

বেজে গিয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দামামা। স্বাভাবিকভাবেই রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলির চেয়ে প্রচারের ক্ষেত্রে অনেকাংশে এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। এই পরিস্থিতিতে ত্রিপুরায় রথ-রাজনীতির সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর জেলার ধর্মনগর এবং ত্রিপুরার দক্ষিণের প্রান্তিক সীমান্ত এলাকা সাব্রুমের দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করে গেরুয়া শিবিরের হয়ে জনসমর্থন আদায় করবেন তিনি।

মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ উত্তর জেলার ধর্মনগর থেকে প্রথম ‘জন বিশ্বাস রথযাত্রা’ শুরু হবে। সেখানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মনগরে বিজেপির উদ্যোগে একটি জনসভা করা হবে। জনসভা শেষে পতাকা নেড়ে রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে একজন বিজেপি কার্যকর্তার বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন শাহ। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন দক্ষিণ জেলার সাব্রুমে। সাব্রুম থেকে দুপুর দুটোয় আরেকটি রথযাত্রার সূচনা হবে।

এরপর রাজধানী আগরতলায় চলে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর বৃহস্পতিবার বিকেলে তিনি দিল্লির উদ্দেশে রওনা হবেন। বিজেপি সূত্রে জানা গেছে, এই রথযাত্রা সমাপ্ত হবে আগামী ১২ জানুয়ারি। দুটি রথই আগরতলায় পৌঁছনোর পর যাত্রার আনুষ্ঠানিক সমাপন হবে। বিজেপির এই রথ ৬০টি বিধানসভা এলাকা দিয়ে এগোবে। এমন বহু জায়গা রয়েছে, যেখানে বড় রথ ঢোকানো যাবে না। সেই সকল জায়গা দিয়ে ছোট ছোট রথ এসে বড় রথের সঙ্গে মিলিত হবে। এই রথ রাজ্যের প্রায় ১ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করবে। আর এই সময়ে প্রায় ২০০টি ছোটবড় জনসভা এবং রোড শো করা হবে।

রথযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা উপস্থিত থাকবেন। তিনি এবং বহু রাজ্য নেতারা ছাড়াও উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কিরেন রিজিজু, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বলিউড তারকা মিঠুন চক্রবর্তী, লকেট চ্যাটার্জি সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন-
আধার কার্ডের তথ্য আপডেটের ক্ষেত্রে চালু হল নতুন নিয়ম, নাগরিকদের জন্য বিশেষ সুবিধার উদ্ভাবন
দুর্গম সিয়াচেনে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার, শত্রু মোকাবিলায় দুর্ভেদ্য ক্যাপ্টেন শিবা চৌহান
ত্রিপুরা যেতে গিয়েও প্রতিবেশী রাজ্যে রাত কাটাতে হল অমিত শাহকে, ঘন কুয়াশার জেরে যাত্রায় ব্যাঘাত