সংক্ষিপ্ত

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রানিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেন কংগ্রেস নেতারা শুধুনাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করতে পারে। তিনি রাহুল গান্ধীকে নিশানা করে বলেন, এক নেতা একবার বলেছিলেন ভারত একটি জাতি নয়। কিন্তু এখন সেই নেতাই বিদেশী টি-শার্ট পরে দেশকে একত্রিত করাতে বেরিয়েছেন!


কংগ্রেসের ভারত জোড়ো যাত্রানিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেন কংগ্রেস নেতারা শুধুনাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করতে পারে। তিনি রাহুল গান্ধীকে নিশানা করে বলেন, এক নেতা একবার বলেছিলেন ভারত একটি জাতি নয়। কিন্তু এখন সেই নেতাই বিদেশী টি-শার্ট পরে দেশকে একত্রিত করাতে বেরিয়েছেন! 

রাজস্থানে বিজেপির বুথ কর্মীদের  সমাবেশে অমিত শাহ কানয়াই লালের হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন। রাজস্থান সরকারকে মুসলিম উগ্রপন্থীদের হাতে কানহাইয়া লালের খুন ও করৌলি হিংসার জন্য দায়ী করেন।  বলেন কংগ্রেস কেবলমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করে। 

তারপরই অমিত শাহ রাহুল গান্ধীকে টার্গেট করেন। বলেন , 'আমি রাহুল বাবা ও অন্যান্য কংগ্রেস সাংসদদের দেওয়া আগের বক্তৃতার কথা স্মরণ করিয়ে দিতে চাই। রাহুল বাবা বলেছিলেন ভারত একটি জাতি নয়। রাহুল বাবা আপনি কোন বইয়ে এটি পড়েছেন? এই জাতির জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করেছেন। '

"যিনি বলেছিলেন ভারত একটি জাতি নয়, তিনি এখন বিদেশী টি-শার্ট পরে ভারতকে একত্রিত করার জন্য যাত্রা করছেন," তিনি বারবেরি টি-শার্ট পরেছেন। আর তার  জন্য কংগ্রেস নেতাকে ৪১ হাজার টাকারও বেশি দাম দিতে হয়েছে। বিজেপি ঠিক এই ভাষাতেই আক্রমণ করছে রাহুল গান্ধীকে। অমিত শাহ বলেন রাহুল ভারতে একত্রিত করতে বেরিয়েছেন। আর সেই জন্য তাঁকে প্রথমে ভারতের ইতিহাস পড়তে পরামর্শ দিয়েছেন। 

এদিন অমিত শাহ দাবি করেন, কংগ্রেস উন্নয়ন করতে পারে না। এই দলটি শুধুমাত্র তুষ্টির রাজনীতি করে। তিনি আরও বলেন বিজেপি খুব তাড়াতাড়ি রাজস্থান আর ছত্তিশগড়ে সরকার গঠন করবে। আগামী দিনে কংগ্রেসের কিছুই অবশিষ্ট থাকবে না। এই দুটি রাজ্য যেখানে কংগ্রেস এখনও পর্যন্ত একক সাফল্য ক্ষমতায় রয়েছে।