বিবিসি ডকুমেন্টারি বিতর্কে দৃঢ় অবস্থান অনিল অ্যান্টনির, কি জানালেন দেখুন

এশিয়ানেট নিউজ ডায়ালগের মুখোমুখি অনিল অ্যান্টনি। বিবিসি ডকুমেন্টারি বিতর্কে দৃঢ় অবস্থান অনিল অ্যান্টনির। তিনি বলেন এমন সময় আসবে যখন তার ওপর হামলা চালানো ব্যক্তিরা দেশের কাছে ক্ষমা চাইবে।

/ Updated: Feb 05 2023, 07:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এশিয়ানেট নিউজ ডায়ালগের মুখোমুখি অনিল অ্যান্টনি। বিবিসি ডকুমেন্টারি বিতর্কে দৃঢ় অবস্থান অনিল অ্যান্টনির। তিনি বলেন এমন সময় আসবে যখন তার ওপর হামলা চালানো ব্যক্তিরা দেশের কাছে ক্ষমা চাইবে। এরাই সেই লোক যারা একটি বিচ্ছিন্নতাবাদী মিডিয়া সংস্থার (বিবিসি) সাথে ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। অনিল অ্যান্টনির দাবি এরাই দেশকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি বলেন বিবিসি ডকুমেন্টারির বিরোধিতাকারীরা ভারতকে দুর্বল করার চেষ্টা করেছে। অনিলের অভিযোগ, যারা রমেশ চেনিথালা ও ওমেন চান্ডির বিরোধিতা করেছিল তারাও তার বিরোধিতা করেছিল। অনিল পরিষ্কার জানান যে তিনি আজকের কংগ্রেসকে সহযোগিতা করতে পারবেন না।