সংক্ষিপ্ত
ফের জঙ্গি হামলা কাশ্মীরে! একসঙ্গে প্রাণ হারাল ভিলেজ ডিফেন্স গ্রুপের দুই সদস্য
বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ভিলেজ ডিফেন্স গ্রুপের (ভিডিজি) দুই সদস্যকে অপহরণ করে হত্যা করে জঙ্গিরা। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের একটি শাখা 'কাশ্মীর টাইগার্স' এই হামলার দায় স্বীকার করেছে। চোখ বাঁধা অবস্থায় নিহতদের লাশের ছবিও শেয়ার করেছে জঙ্গি গোষ্ঠীটি।
নিহতরা হলেন ওহলি কুন্তওয়ারা গ্রামের বাসিন্দা নাজির আহমেদ ও কুলদীপ কুমার। তাদের দেহ এখনও উদ্ধার করা যায়নি। লাশের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
আধিকারিকদের মতে, নাজির ও কুলদীপ দুজনেই জঙ্গলে তাদের গবাদি পশু চরাতে গিয়েছিলেন যখন সন্ত্রাসবাদীরা তাদের অপহরণ করেছিল।
কুলদীপের ভাই পৃথ্বী বলেন, 'আমাদের কাছে খবর এসেছে আমার ভাই ও আহমেদকে অপহরণ করে খুন করেছে জঙ্গিরা। তারা গ্রাম প্রতিরক্ষা রক্ষী (ভিডিজি) ছিলেন এবং যথারীতি গবাদি পশু চরাতে গিয়েছিলেন।"
এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ আরও অনেকে।
“কিশতওয়ারে ভিডিজি সদস্যদের উপর জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা করার মতো কোনও শব্দই যথেষ্ট নয়। আমি এই কাপুরুষোচিত হামলায় শহীদ বীর সন্তানদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনকে ধ্বংস করতে এবং এই বর্বরোচিত কাজের প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্পবদ্ধ।”