সংক্ষিপ্ত
সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় একের পর এক ট্রেন দুর্ঘটনা দেখা যাচ্ছে। এবার উত্তরপ্রদেশের আমরোহাতেও ট্রেন দুর্ঘটনা ঘটল। এর ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে।
কয়েকদিনের ব্যবধানে উত্তরপ্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা। কয়েকদিন আগেই গোন্ডায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার পর শনিবার আমরোহাতেও ট্রেন দুর্ঘটনা ঘটল। এদিন আমরোহায় একটি মালগাড়ির ৭টি কামরা লাইনচ্যূত হয়ে যায়। গাজিয়াবাদ-মোরাদাবাদ সেকশনে এই দুর্ঘটনা ঘটেছে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কখন এই দুর্ঘটনা ঘটেছে, সেটা জানা যায়নি। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পরিষেবা ব্যাহত হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজিয়াবাদ-মোরাদাবাদ সেকশনের সব ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপাতত মোরাদাবাদ-সাহারানপুর-মীরাট-গাজিয়াবাদ রুটে ট্রেন চালানো হচ্ছে। এর ফলে অনেক ট্রেনই দেরিতে চলছে।
আমরোহা রেল স্টেশনের কাছে দুর্ঘটনা
শনিবার যে মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, সেই ট্রেন মোরাদাবাদ থেকে দিল্লি যাচ্ছিল। আমরোহা স্টেশনের কাছে হঠাৎ লাইনচ্যূত হয় এই মালগাড়ি। বিকট শব্দ শোনা যায়। এর ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনার পর এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মালগাড়ি লাইনচ্যূত হওয়ার ফলে কেউ হতাহত হননি। তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মালগাড়ির একাধিক কামরায় রাসায়নিক পদার্থ ছিল। বাকি কামরাগুলিত কিছু ছিল না বল জানা গিয়েছে। এই দুর্ঘটনার ফলে রেল লাইনের ক্ষতি হয়েছে। লাইন মেরামত না হওয়া পর্যন্ত সেখানে ট্রেন চালানো সম্ভব নয়।
পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় রেল
ট্রেন দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছন জিআরপি, রেল, স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। কীভাবে এই মালগাড়ি লাইনচ্যূত হল সেটা এখনও স্পষ্ট নয়। লাইনচ্যূত হওয়ার পর মালগাড়ির কামরাগুলি এদিক-ওদিকে ছড়িয়ে পড়ে। রেল লাইন থেকে সেই কামরাগুলি সরানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব রেল লাইন সারিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে তোলার চেষ্টাও করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হল চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, জোর কদমে চলছে উদ্ধারকাজ
টিকিট থাকা সত্ত্বেও যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দিতে পারে টিটি! যদি না মেনে চলেন এই নিয়ম
সিগন্যাল বিভ্রাটেই কি দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? প্রশ্ন একই লাইনে দুটি ট্রেন নিয়েও