সংক্ষিপ্ত

সদ্যজাত কন্যা সন্তানের জন্য নতুন সরকারি ভাতার ঘোষণা। জন্ম থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত আর্থিক সাহায্য মিলবে। বিস্তারিত জানতে পড়ুন।

লক্ষ্মীর ভাণ্ডারের খ্যাতি সারা দেশ জুড়ে। বাংলার দেখা দেখি অনেক রাজ্যই এমন ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে মোটা টাকা পেয়ে থাকেন বাড়ির মা-বোনেরা। এবার ভাতা পাবেন সদ্যজাত কন্যা সন্তানেরা।

জন্মের পর থেকে এবার টাকা পাবেন কন্যা সন্তানেরা। মুখ্যমন্ত্রীর কন্যা উত্থান যোজনার সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। আবেদন পদ্ধতি খুবই সহজ। মেয়ের বাবা-মায়েরা ঘরে বসে মোবাইলে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।

জন্ম থেকে কন্যাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। ই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অভিভাবকদের আবেদনের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বিভাগীয় অফিসে যেতে হবে না। ওয়েবসাইটের হেল্পডেস্ক-এ গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে বাচ্চার জন্মপত্র এবং মা ও বাচ্চার একসঙ্গে ছবি দিয়ে আবেদন করুন।

কত টাকা পাবেন?

জন্ম থেকে ২ বছর বয়সী বাচ্চার মায়ের অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা।

জন্মের ১ বছর পর আধার নিবন্ধিত হলে মেয়ে সন্তানরা পুষ্টির জন্য পাবেন ১০০০ টাকা।

মেয়ে শিশুর দুই বছর পর (টিকা) বাবদ পাবেন ২০০০ টাকা।

১ থেকে ২ বছর বয়সে ৬০০ টাকা।

৩ থেকে ৫ বছর বয়সে ৭০০ টাকা।

৬ থেকে ৮ বছর বয়সে ১০০০ টাকা।

প্রতি বছর ৭ থেকে ১২ শ্রেণীর কিশোরী স্বাস্থ্য প্রকল্পের অধীনে ন্যাপকিনের জন্য পাবেন ৭০০ টাকা।

৯ থেকে ১২ বছর বয়সে দেড় হাজার টাকা।

ইন্টারমিডিয়েট পাশ করার পর ১০,০০০ এবং স্নাতক হওয়ার পর ২৫,০০০ টাকা পাবেন।

আবেদন পদ্ধতি

কন্যা ভ্রুণ হত্যা বন্ধ করতে, লিঙ্গ অনুপাত বৃদ্ধিতে, বাল্য বিবাহ বন্ধ করে মেয়েদের শিক্ষার প্রসার ঘটানোর জন্য এই কন্যা উত্থান যোজনা চালু করা হয়েছে। তবে, বাংলা নয় এটি চালু হচ্ছে বিহার রাজ্যে। ঘরে বসে আবেদন করতে পারবেন। কন্যা উত্থান যোজনা দিয়ে সার্চ করুন। ওয়েবসাইটে গিয়ে পর পর পদ্ধতি মেনে আবেদন করুন।