Pahalgam Terror Attack News: জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। ভূস্বর্গে গত মঙ্গলবার জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ঝন্টু আলি শেখ। জানুন আরও…              

Pahalgam Terror Attack News: জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। ভূস্বর্গে গত মঙ্গলবার জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ঝন্টু আলি শেখ। ভাইয়ের মৃত্যুতে এবার জঙ্গিদের বিরুদ্ধে গর্জে উঠলেন দাদা রফিকুল শেখ। তিনি নিজেও সেনাবাহিনীতে রয়েছেন ২৮ বছর ধরে। সেনাবহিনীর আর্টিলারি রেজিমেন্টের সুবেদার রফিকুল। তার ভাইও সেনাবহিনীতে রয়েছে ১৪ বছর ধরে।

জানা গিয়েছে, কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত হন সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখ। ভূস্বর্গে জঙ্গি হামলায়য় ভাইয়ের অকাল মৃত্যুতে অবশ্য গর্বিত দাদা রফিকুল। দেশের জন্য ভাইয়ের এই আত্মত্যাগ নিয়ে মুখ খুলেছেন আর্মির সুবেদার রফিকুল। কী বলেছেন তিনি? সূত্রের খবর, শনিবার ভাইয়ের দেহ কাঁধে নিয়ে নদীয়ার তেহট্টেকর বাড়িতে ফেরেন রফিকুল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারের সময় তার ভাইকে পিছন থেকে আক্রমণ করা হয়। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে ভাই। আমরাও এর প্রতিশোধ নিয়ে ছাড়ব। নয়ত মরব।''

তিনি আরও বলেন, '' আমার ভাইয়ের একটা সন্তান রয়েছে। সরকারের কাছে আমার অনুরোধ তার জন্য কিছু একটা করুন। আমার ভাই শুধু আমার গর্ব নয়। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ওর প্রাণ গিয়েছে। ও শুধু দেশের গর্ব নয়। ও বাংলার গর্ব। আমার ভাই ঝন্টু আলি শেখ গোটা নদীয়া জেলার গর্ব।''

অন্যদিকে স্বামীর দেশের জন্য প্রাণ ত্যাগে গর্বিত ঝন্টু আলি শেখের স্ত্রী। তিনি বলেন, ''আমরাও মুসলিম। কিন্তু ওদের মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়। আমার স্বামীও পছন্দ করত না। বলত, ধর্ম এক হলেও ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই।'' শুধু তাই নয়, এদিন তিনিও পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। আরও জানা গিয়েছে, স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে একসময় আগ্রায় পোস্টেড ছিলেন ঝন্টু। দেড়বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় ঝন্টুর। পহেলগাঁওয়ে নাশকতার পর জঙ্গিদের ধরতে অভিযান চালায় ভারতীয় সেনা। উধমপুরে সেনা-জঙ্গি এনকাউন্টারে নিহত হন ভারতীয় সেনার 6 PARA SF-এর হাবিলদার ঝন্টু আলি শেখ।

অন্যদিকে, পহেলগাঁওয়ে হামলাকারী ১৪ জন জঙ্গিকে চিহ্নিত করে একটি তালিকা তৈরি করা হয়েছে। এবার শুরু হবে তাদের সাফাই করার কাজ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, তালিকায় থাকা এই জঙ্গিদের বাড়িতে এবার তল্লাশি অভিযান চলানো হবে। ইতিমধ্যেই পহেলগাঁওকাণ্ডের সঙ্গে যুক্ত দুই স্থানীয় জঙ্গি আসিফ শেখ এবং আদিল শাহের বাড়ি পুরো গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এবার বাকি জঙ্গিদের ক্ষেত্রেও একই পথে হাঁটা হবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে নিরাপত্তাবাহিনী।

পহেলগাঁওকাণ্ডের পরেই দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়ে দেয়, কাউকে রেয়াত করা হবে না। এবার বাস্তবেই সেই কাজ শুরু করে দিলেন গোয়েন্দারা এবং নিরাপত্তাবাহিনী। গোটা জম্মু-কাশ্মীর জুড়ে অপারশনের ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে। সূত্রের খবর, পহেলগাঁও এবং পুলওয়ামাকাণ্ডের সঙ্গে যে সমস্ত স্থানীয় জঙ্গির নাম উঠে এসেছে, সেইরকম মোট ১৪ জন জঙ্গির একটি তালিকা তৈরি করা হয়েছে। এবার সেই জঙ্গিদের খুঁজে খুঁজে বের করে খতম করার কাজও শুরু করে দিয়েছে সেনাবাহিনী এবং সিআরপিএফ।

প্রসঙ্গত, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বড়মাপের অভিযানে শনিবার ভারতীয় নিরাপত্তাবাহিনী উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নরিকোট কালারুসে লস্কর-ই-তৈবার (LeT) সন্ত্রাসবাদী ফারুক আহমেদ তিদওয়ার বাড়ি ধ্বংস করে দিয়েছে। বর্তমানে পাকিস্তানে লুকিয়ে থাকা ফারুক কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) নিরীহ বেসামরিক নাগরিকদের উপর হামলার পরিকল্পনা করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর (Pakistan Army) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এই বাড়ি ধ্বংসের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে বাড়িটি ভেঙে ফেলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা বেশ কয়েকজন সাংবাদিক শেয়ার করেছেন। আরও অনেকেই এই ভিডিও শেয়ার করেছেন। নিরাপত্তা আধিকারিকদের মতে, ফারুক কয়েক বছর আগে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। তারপর থেকেই সে সীমান্ত পেরিয়ে ভারতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত। নিয়ন্ত্রণরেখা পার থেকে হিংসার ঘটনায় সরাসরি জড়িত থাকার কারণে তার উপর নজর রাখছিল ভারতীয় সেনাবাহিনী। এবার এই জঙ্গির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।