সংক্ষিপ্ত
যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া সীমান্তে পোঁছেছে তাদের ভারতীয় কর্মকর্তারা বিখারেস্টে নিয়ে যাবে। তারপর সেখান থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে পাঠান হবে। বৃহস্ততিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই ইউক্রেন বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে বেরিয়ে আসছে সক্ষম হয়েছেন প্রায় ৪৭০ জন ভারতীয় পড়ুয়া (Indian Students)। ইউক্রেনের প্রতিবেশী রোমানিয়া (Romania) সীমান্তে উপস্থিত হয়েছে তারা। সেখান থেকে রোমানিয়া সীমান্ত দিয়ে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার শুক্রবার জানিয়েছে ইউক্রেনের কয়েক হাজার ভারতীয় আটকে পড়েছে। তাদেরও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রথম দফায় ৪৭০ জনকে সরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে আচমকাই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ (Russia-Ukraine) ঘোষণা করেছিল। এয়ার ইন্ডিয়ার শুক্রবার রোমানিয়ার রাজধানি বুখারেস্টে দুটি বিশেষ বিমান পাঠিয়েছিল। তাতে আটকে পড়া ভারতীয় তরুণদের দেশে ফেরানো হয়েছে।
আগেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া সীমান্তে পোঁছেছে তাদের ভারতীয় কর্মকর্তারা বিখারেস্টে নিয়ে যাবে। তারপর সেখান থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে পাঠান হবে। বৃহস্ততিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই ইউক্রেন বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। সেই কারণেই রোমানিয়া দিয়ে দেশে ফেরানো হচ্ছে আটকে পড়া ভারতীয়দের। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুক্রবার দিল্লি থেকে রাত ৯টায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছাড়বে। দ্বিতীয় বিমানটি রাত ১০টা ২৫ মিনিটে মুম্বই থেকে ছাড়বে। শনিবারই ইউক্রেনে আটকে পড়াদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলেও সূত্রের খবর।
ভারতীয় দূতাবাস জানিয়েছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য রোমানিয়া আর হাঙ্গেরি দুটি দেশেকে ব্যবহার করা হচ্ছে। ভারতীয় বিশেষত ছাত্রদের এই দুটি দেশের চেক পয়েন্টে এসে দূতাবাসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের মধ্যে ভারতীয় নাগরিকদের সতর্ক হয়েই ভ্রমণেরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইউক্রেনের প্রায় ২০ হাজার ভারতীয় ছাত্র রয়েছে।
ইউক্রেনের রাজধানী কিইভ থেকে রোমানিয়া সীমান্তের দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার। এই রাস্তা অতিক্রম করতে ৮-১১ ঘণ্টা সময় লাগে। আর রোমানিয়া সামীন্ত থেকে বুখারেস্টের দূরত্ব ৫০০ কিলোমিটার। এটি অতিক্রম করতে প্রায় ৯ ঘণ্টা সময় লাগবে। অন্যদিকে কিইভ থেকে হাঙ্গেরির দূরত্ব ৮২০ কিলোমিটার। এই রাস্তা পার হতে সময় লাগে ১১-১৩ ঘণ্টা।
অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার কথাও বলেছেন। বৃহস্পতিবারই ভারতের হস্তক্ষেপ চেয়েছিল ইউক্রেনের রাষ্ট্রদূত।
ইউক্রেনের জন্য প্রার্থনা করবেন, প্রথা ভেঙে রাশিয়ান দূতাবাসে গিয়ে যুদ্ধের নিন্দা পোপের
'ডিএম কাকু'- বলে অফিসে ঢুকে নালিশ ৭ বছরের মেয়ের, অবাক জেলা শাসক
নবাব মালিক ইস্যুতে মমতাকে ফোন পাওয়ারের, জানতে চাইলেন 'কী করতে হবে'