রাজস্থানে ট্রেনিংয়ের সময় ২৭০ কেজি ওজনের রড পড়ে মৃত্যু হল ১৭ বছর বয়সী জুনিয়র ন্যাশনাল গেমসের সোনা জয়ী ইয়াস্তিকার। ঘটনাস্থলেই মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।

জুনিয়র ন্যাশনাল গেমসে সোনা জিতেছিলেন। স্বপ্ন ছিল আরও সকল ইভেন্টে নাম দিয়ে দেশের নাম উজ্জ্বর করবেন। কিন্তু, ট্রেনিং-র সময়ই হল মর্মান্তিক পরিণতি। যে ওয়েট লিফট খ্যাতি দিয়েছিল তাঁকে। সেই ওয়েট লিফট করতেই গিয়েই সব শেষ হয়ে গেল। ট্রেনারের চোখের সামনে প্রাণ গেল ভারতীয় অ্যাথলিটের। ঘাড়ে ভারী রড পড়ে মৃত্য়ু হয়েছে তাঁর। ঘটনাটি ঘটেছে রাজস্থানে।

জিমে ট্রেনিং করার সময় তার ঘাড়ে পড়ে যায় ২৭০ কেজির রড। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত হন ইয়াস্তিকা।

রাজস্থানের বিকানেরে থাকতেন ইয়াস্তিকা। বয়স ছিল মাত্র ১৭। পুলিশ সূত্রে খবর, ওয়েট লিফটিং-র ট্রেনিং চলছিল জিমে। সেই সময় আচমকা ওজন তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ইয়াস্তিকা। ২৭০ কেজি ওজনের রড এসে পড়ে তাঁর ঘাড়ে। তৎক্ষণাত তাকে হাসাপাতে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসক তাঁক মৃত হলে ঘোষণা করে। চিকিৎসকরা জানান, ইয়াস্তিকার ঘাড় ভেঙে গিয়েছিল। ইয়াস্তিকার ট্রেনারও ঘটনায় আহত হন।

Scroll to load tweet…

পুলিশ সূত্র খবর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতের পরিবার কোনও মামলা দায়ের করেনি। তবে, ট্রেনিং-র সময় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া সর্বত্র। ইয়াস্তিকার মৃত্যুকে রাজ্যের ক্রীড়া বিভাগে শোকের ছায়া। সকলেই বলেছেন, এত অল্প বয়সে তিনি যে উচ্চতা স্পর্শ করেছিলেন তা সত্যিই প্রশংসাযোগ্য ছিল। ভবিত্যতে আরও সফল হতে পারতেন। তবে, এই ঘটনা শেষ করে দিল সব কিছু।

এমন ট্রেনিং-র সময় অনেকেই আহত হয়েছেন আগে। তবে, ট্রেলিং করতে গিয়ে প্রয়াত হওয়ার ঘটনায় শোকের ছায়া সর্বত্র। জিমে ট্রেনিং করার সময় তার ঘাড়ে পড়ে যায় ২৭০ কেজির রড। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জিমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে স্পষ্ট সামান্য ভুলে কীভাবে প্রাণ গেল বিখ্যাত এই ক্রীড়া ব্যক্তিত্বের।