ATM থেকে টাকা তুলতে গেলে ব্যাঙ্ক কেটে নেবে বিশেষ চার্জ, বড় সিদ্ধান্ত নিল RBI
ATM ব্যবহারে খরচ বাড়ানোর নতুন নিয়ম আনল RBI। বিনামূল্যে লেনদেনের সীমা পেরোলে গুনতে হবে বেশি টাকা। ATM রক্ষণাবেক্ষণ ও লেনদেনের চার্জও বেড়েছে।
- FB
- TW
- Linkdin
)
ফের সাধারণ মানুষের ওপর বাড়ছে চাপ। এবার ATM ব্যবহারেও বাড়ছে খরচ।
সদ্য নতুন সিদ্ধান্ত নিল আরবিআই। এবার থেকে পরিবর্তন হতে চলেছে ATM ব্যবহারের নিয়ম।
বাড়তি টাকা গুণতে হবে ATM ব্যবহার করতে গেলে। তেমনই নতুন নিয়ম না মানলে হতে পারে ভোগান্তি।
সদ্য একাধিক চার্জ বদল হয়েছে ATM ব্যবহারে। আগের থেকে বেশি পরিমাণ টাকা গুণতে হবে।
বিনামূল্যে এটিএম লেনদেন শেষ হওয়ার পরে প্রতি উত্তোলনে ১৯ টাকা করে কাটা হবে। যা ছিল ১৭ টাকা।
বিনামূল্যে ব্যালেন্স অনুসন্ধান করার সীমা পার করার পর যদি আবার অনুসন্ধান করেন তাহলে ৭ টাকা করে কাটা হবে। যা ছিল ৬ টাকা।
ATM রক্ষণাবেক্ষণের খরচ বাড়ল। এবার থেকে ATM রক্ষণাবেক্ষণ ও পরিচালনার খরচ হিসেবে বেশি টাকা কাটা হবে।
ব্যাঙ্কিং লেনদেনেও চার্জ বেড়েছে। আপনি মেট্রো সিটি থেকে প্রতি মাসে ৫টি এবং নন মেট্রো সিটি থেকে প্রতি মাসে ৩টি করে লেনদেন করতে পারবেন। তার বেশি বলে দিতে হবে বাড়তি চার্জ।
এবার থেকে মেনে চলুন এই নিয়ম।
শীঘ্রই কার্যকর হবে ATM -র ব্যবহারের নতুন নিয়ম।