তেলেঙ্গানায় ATM-এ ডাকাতি! একধাক্কায় লুঠ ২৯ লক্ষ টাকা, কীভাবে হল জানলে চমকে যাবেন

 তেলেঙ্গানার রঙ্গারেড্ডির আদিবাতলা থানা এলাকার একটি এটিএম থেকে তিন অজ্ঞাত চোর প্রায় ২৯ লক্ষ টাকা লুট করেছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার পুলিশের বিবৃতি অনুসারে, অজ্ঞাত ব্যক্তিরা গ্যাস কাটার ব্যবহার করে মেশিনটি ভেঙে প্রায় ২৯ লক্ষ টাকা নগদ নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, ১ এবং ২ মার্চের মধ্যরাতে, প্রায় রাত ২টার দিকে, রবিরিয়াল এলাকার এটিএম থেকে ২৯ লক্ষ টাকা চুরি হয়েছে। দোষীদের খুঁজে বের করার জন্য চারটি বিশেষ দল গঠন করা হয়েছে। আদিবাতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

সিসিটিভি ফুটেজে তিনজন ব্যক্তিকে গ্যাস কাটার ব্যবহার করে এটিএম ভাঙতে দেখা গিয়েছে। এতেই ভয়ঙ্কর চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। একধাক্কায় এত টাকার ডাকাতি দেখে রীতিমতো চমকে গিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত দোষীদের খুঁজে পাওয়া যায়নি। জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে বাকি এটিএমগুলোতে যথাসাধ্য নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।