মধ্যরাতে রক্তাক্ত বেঙ্গালুরুর রাস্তা, মোটরবাইক আরোহীকে থেঁতলে দিল বিলাসবহুল গাড়ি

রাতের অন্ধকারে বেঙ্গালুরুর রাস্তায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা । মদ্যপ অবস্থায় চারচাকা গাড়ি চালানোর শিকার হলেন এক নিরীহ বাইক আরোহী । প্রাণ হারালেন দরিদ্র হোটেল- কর্মী।

/ Updated: Jun 19 2023, 03:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবিবার রাতে বেঙ্গালুরুতে মহীশূর রোডের ওপরে এই দুর্ঘটনাটি ঘটে। বাইক আরোহীকে রাস্তায় ধাক্কা মেরে পিষে দিয়ে পালিয়ে যায় একটি বিলাসবহুল চারচাকা গাড়ি। তৎক্ষণাৎ রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে মারা যান বাইকের চালক। সাদা রঙের ঘাতক চারচাকাটি চালাচ্ছিলেন বিনায়ক নামের এক যুবক । যিনি ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে। বিনায়ক পেশায় একটি বেসরকারি কোম্পানির সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। রবিবার ছুটির দিন হওয়ায় বিনায়ক এদিন সন্ধ্যায় নিজের বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিলেন। সেখান থেকেই চূড়ান্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাইক আরোহীকে ধাক্কা মেরে দেবার পরেও তিনি নিজের গাড়ি থামাননি বলে অভিযোগ।