- Home
- India News
- Bank Holiday: চলতি সপ্তাহে টানা ৩ দিন উৎসব! গণেশ চতুর্থীতে কি খোলা থাকছে ব্যাঙ্ক? জেনে নিন বিস্তারিত
Bank Holiday: চলতি সপ্তাহে টানা ৩ দিন উৎসব! গণেশ চতুর্থীতে কি খোলা থাকছে ব্যাঙ্ক? জেনে নিন বিস্তারিত
অগাস্ট মাসে একাধিক উৎসবের কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভ তিথি, গণেশ চতুর্থী সহ একাধিক উৎসব উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে এই ছুটি রাজ্য ভিত্তিক, সব রাজ্যে নয়।

গোটা অগাস্ট জুড়ে চলছে একাধিক উৎসব। রাখি বন্ধন থেকে শুরু করে স্বাধীনতা দিবস। তেমনই এই মাসেই ছিল জন্মাষ্টমীও। এরই সঙ্গে অগাস্টেই পালিত হবে গণেশ চতুর্থী। গোটা অগাস্ট জুড়ে একাধিক দিন ছিল সরকারি ছুটি। সেকারণে বন্ধ ছিল ব্যাঙ্কগুলোও।
এবার এই সপ্তাহেও ব্যাঙ্ক কর্মীরা পেতে চলেছে বাড়তি ছুটি। চলতি সপ্তাহে ২৭ অগাস্ট পড়েছে গণেশ চতুর্থী। যে কারণে বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক। তেমনই এই সপ্তাহে আছে আরও দুটি উৎসব। সব মিলিয়ে টানা ৩ দিন মিলতে চলেছে ছুটি।
জানা যাচ্ছে, ২৫ অগাস্ট গৌহাটি (আসাম)-এ বন্ধ রয়েছে সমস্ত ব্যাঙ্ক। সেখানে পালিত হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভ তিথি। ২৭ অগাস্ট গণেশ চতুর্থী উপলক্ষ্যে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, হায়দরাবাদ, গোয়া, অন্ধ্রপ্রদেশে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে ২৮ অগাস্ট ভুবনেশ্বর ও পানাজিতে ছুটি ঘোষণা করা হয়েছে। কারণ গণেশ চতুর্থী ২৭ অগাস্ট পালিত হলেও কিছু জায়গায় তা হবে ২৮ অগাস্ট।
তবে, মনে রাখতে হবে এই সকল ছুটি কিন্তু রাজ্যভিত্তিক। অর্থাৎ দেশের অন্যান্য রাজ্যে ব্যাঙ্ক চলবে স্বভাবিক ভাবেই। বাংলাতেও খোলা থাকবে ব্যাঙ্কগুলো। গণেশ চতুর্থীতে স্কুল-কলেজে ছুটি হলেও ব্যাঙ্ক খোলা থাকবে।
তবে, ব্যাঙ্ক ছুটি থাকলেও নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, UPI এবং ATM পরিষেবা ব্যবহার করতে কোনও রকম সমস্যা হবে না। তাই আপনি আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত কাজ বিনা বাধায় করতে পারবেন।

