চোখ ধাঁধানো এয়ারপোর্ট! বেঙ্গালুরু বিমানবন্দরের অন্দরসজ্জা দেখুন ছবিতে
কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২, এমএপি-র সহযোগিতায় শিল্প ও সংস্কৃতির এক অনন্য কেন্দ্র হিসেবে রূপান্তরিত হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দর্শকদের আরও আকর্ষণীয় করে তুলবে।
16

Image Credit : KIA website
কেম্পেগৌড়া বিমানবন্দর
কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ কে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে এমএপি এর সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিশেষ সহযোগিতা শুরু করেছে।
26
Image Credit : KIA website
শিল্পকলা প্রদর্শন
দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ শিল্প ঐতিহ্যকে যাত্রীদের অভিজ্ঞতার অংশ করা হচ্ছে। ৬০ জনের বেশি শিল্পীর ২১০ টির বেশি কর্ম প্রদর্শিত হবে।
36
Image Credit : KIA website
গ্যালারি অন ডিমান্ড
দেশীয় টার্মিনালে যাত্রীরা এমএপি-র “গ্যালারি অন ডিমান্ড”-এ বিশিষ্ট শিল্পীদের কর্ম দেখতে পারবেন।
46
Image Credit : KIA website
ভুরি বাই
আন্তর্জাতিক টার্মিনালে 'ভুরি বাই: মাই লাইফ অ্যাজ অ্যান আর্টিস্ট' প্রদর্শনীতে ভুরি বাই এর জীবন ও কর্ম প্রদর্শিত হচ্ছে।
56
Image Credit : KIA website
টার্মিনাল ২
বিআইএএল এর সিইও বলেন, এই সহযোগিতা টার্মিনাল ২ কে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।
66
Image Credit : KIA website
অভিষেক পোদ্দারের মন্তব্য
এমএপি প্রতিষ্ঠাতা অভিষেক পোদ্দার বলেন, শিল্পের পরিবর্তন আনার ক্ষমতা আছে। এই সহযোগিতা এমএপি কে দক্ষিণ এশিয়ার শিল্প ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য মঞ্চ প্রদান করবে।
Latest Videos