সংক্ষিপ্ত

বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও বিখ্যাত জঙ্গল অ্যামাজনের সঙ্গে নামের মিল রয়েছে এই ই-কমার্স সংস্থার। কিন্তু তা বলে ক্রেতাদের বিষধর সরিসৃপ পাঠাবে অ্যামাজন!

ঠিক যেন কোনও রহস্য-রোমাঞ্চ উপন্যাস। শত্রুর বাড়িতে বিষধর সাপ ছেড়ে দিয়ে এসে তাকে মেরে ফেলার ঘটনা সাহিত্য-চলচ্চিত্রে অনেকবার উঠে এসেছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী সিরিজের অন্যতম জনপ্রিয় উপন্যাস 'দুর্গ রহস্য'-তেও শত্রুকে নিকেশ করার জন্য ঘরে সাপ ছেড়ে দেওয়ার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু ই-কমার্স সংস্থায় বৈদ্যুতিন যন্ত্র অর্ডার দেওয়ার পর যে ডেলিভারি পাওয়া যাবে সাপ, সেটা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি বেঙ্গালুরুর এক দম্পতি। তাঁরা অর্ডার দিয়েছিলেন এক্সবক্স কন্ট্রোলার। সেই অর্ডার অনুযায়ী নির্দিষ্ট সময়ে তাঁদের বাড়িতে চলে আসে একটি বাক্স। খুশি মনেই বাক্স খুলতে যান ওই দম্পতি। কিন্তু বাক্সের গায়ে জড়ানো কালো টেপ খুলতে গিয়েই তাঁরা সভয়ে পিছিয়ে আসেন। কারণ, ওই বাক্সে ছিল বিষধর গোখরো। সে বাক্স থেকে বেরনোর চেষ্টা করছিল। কিন্তু টেপের আঠায় আটকে যাওয়ার সাপটির পক্ষে বেরিয়ে আসা সম্ভব হয়নি। গোখরোটি বাক্স থেকে বেরিয়ে এলে কী হত, সে কথা ভেবে এই দম্পতি শিউরে উঠছেন।

গোখরো ধরে বাক্সে ভরল কে?

বেঙ্গালুরুর সরজাপুর রোড অঞ্চলের এই দম্পতি অ্যামাজন থেকে গোখরো ডেলিভারি পাওয়ার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অনেকেই এই ভিডিও শেয়ার করছেন এবং নানা মন্তব্য করছেন। ভারতে বন্যপ্রাণী সংক্রান্ত আইন অনুযায়ী, বিশেষ অনুমতি ছাড়া বিষধর সাপ ধরা বেআইনি। ফলে কে, কী উদ্দেশ্যে গোখরো ধরে বাক্সবন্দি করে এই দম্পতির কাছে পাঠাল, সেই প্রশ্ন উঠছে।

 

 

টাকা ফেরত দিয়েই দায় সারল অ্যামাজন

অ্যামাজনের পক্ষ থেকে এক্সবক্স কন্ট্রোলারের জন্য নেওয়া পুরো টাকা ফেরত দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে বাক্সের মধ্যে গোখরো চলে এল, এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Amazon India: অমানবিক! কর্মীদের প্রতি এ কেমন আচরণ অ্যামাজন ইন্ডিয়ার!

Amazon : অ্যামজনে অর্ডার দেওয়া হয়েছিল মোবাইল ফোন, সুদৃশ্য বাক্সে এল সাবান!

FIR Against Amazon: জাতীয় পতাকার অবমাননা, অ্যামাজনের বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ