- Home
- India News
- Sky striker Drone: নিঃশব্দ ঘাতক স্কাই স্ট্রাইকার ড্রোন, ভারতের মারণাস্ত্র ভেঙে দিল পাকিস্তানের 'দাঁত'
Sky striker Drone: নিঃশব্দ ঘাতক স্কাই স্ট্রাইকার ড্রোন, ভারতের মারণাস্ত্র ভেঙে দিল পাকিস্তানের 'দাঁত'
Sky striker Drone: অপারেশন সিন্দুরে ভারতের সাফল্যের বড় কারণ হল দেশীয় সংস্থায় তৈরি হওয়া স্কাই স্ট্রাইকার ড্রোন। জানুন এই মারণাস্ত্রের বিশেষত্ব।

অপারেশন সিন্দুর
পাকিস্তানে ঢুকে মাত্র ২৫ মিনিটে ভারত সেই দেশে অবস্থিত কয়েকটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরেরও জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে। অপারেশন সিন্দুর যথেষ্ট সফল বলেও দাবি কেন্দ্রীয় সরকারের
অপারেশন সিন্দুরের সাফল্যের কারণ
অপারেশন সিন্দুরের সাফল্যের কারণ হল ভারতেই তৈরি স্কাই স্ট্রাইকার ড্রোন। যা মোতায়েন করা হয়েছিল ।
হামলায় ব্যবহার
অপারেশন সিন্দুরের ব্যবহার করা হয়েছিল ফ্রান্সের SCALP, এটি আকাশ থেরে নিক্ষেপযোগ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্যবহার করা হয়েছিল ফরাসি HAMMER। এটি স্মার্ট আকাশ থেকে সারফেস স্ট্যান্ড অফ অস্ত্র। আরও বেশি কিছু অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
সাফল্যের বড় কারণ
অপারেশন সিন্দুর সাফল্যের সবথেকে বড় কারণ হল বেঙ্গালুরুর তৈরি স্কাই স্ট্রাইকার ড্রোন। এটি একটি আত্মঘাতী অস্ত্র। এই ড্রোনও অনেকটা নজরদারি ড্রোনের মতই।
তৈরি ভারতে
বেঙ্গালুরুতে অবস্থিত আলফা ডিজাইন এবং ইসরায়েলের এলবিট সিকিউরিটি সিস্টেম- এই দুই সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হয়েছেন এই শক্তিশালী মারণাস্ত্র।
অস্ত্রের বিশেষত্ব
এই ড্রোনের বিশেষত্ত্ব হল এটি ৫-১০ কেজি বিস্ফোরক বহন করতে পরে। ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশনায় ধ্বংস করে দিতে পারে। এটি নিঃশব্দে হামলা চালায়।
ভারতের অর্ডার
২০২১ সালে ভারতীয় সেনা বাহিনী বেঙ্গলুরুর সংস্থাকে ১০০টি স্কাই স্ট্রাইকার ইউনিটের অর্ডার দিয়েছে।
মানুষ বিহীন বিমান ব্যবস্থা
স্কাইস্ট্রাইকার ড্রোনের সাফল্যের অন্যতম কারণ হল এটি মানুষ বিহীন বিমান ব্যবস্থার মত। অর্থাৎ চালক ছাড়ই উড়তে পারে। ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাতও করে।
লটারিং গোলাবরুদ
লোটারিং গোলাবারুদগুলিকে আত্মঘাতী ড্রোন, কামিকাজে ড্রোন বা বিস্ফোরক ড্রোনও বলা হয়। এই ড্রোনগুলি টার্গেটকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালায়।
ক্ষতির সম্ভাবনা কম
প্রচলিত ক্ষেপণাস্ত্রের থেকে এজাতীয় ড্রোনে ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম।
অপারেশন সিন্দুর
মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ৯ জায়গায় প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। জইশ এবং লশকরের বেশ কিছু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সূত্রের খবর
সেনা বাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সূত্রের খবর এই অভিযানে স্ক্যাল্প এবং হ্যামার ক্ষোপণাস্ত্রের পাশাপাশি স্কাই স্ট্রাইকার ড্রোনও ব্যবহার করা হয়েছিল।

