- Home
- India News
- বিরাট ঘোষণা! KYC জমা না দিলে মিলবে না DA, সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ, শেষ তারিখ কবে?
বিরাট ঘোষণা! KYC জমা না দিলে মিলবে না DA, সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ, শেষ তারিখ কবে?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পেতে KYC জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বেতন সংশোধন, পেনশন ও ডিএ-র সুবিধা পেতে ৩০ মে-র মধ্যে KYC করুন, অন্যথায় সমস্যা হতে পারে।
- FB
- TW
- Linkdin
)
লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির খবর আগেই এসেছে প্রকাশ্যে। চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে মহার্ঘ ভাতা।
তবে, এবার আরও এক বিরাট ঘোষণা হল DA বা মহার্ঘ ভাতা-কে কেন্দ্র করে। প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য।
জানা গিয়েছে, যে সকল কর্মীরা এখনও KYC জমা করেননি তারা পাবেন না ডিএ। বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে KYC।
বেতন সংশোধন, পেনশন সুবিধা, ডিএ বৃদ্ধির মতো আর্থিক সুবিধাগুলো সঠিক ভাবে যাতে হয় সে কারণে KYC বাধ্যতামূলক করা হয়েছে।
তেমনই KYC বাধ্যতামূলক করার পিছনে আরও একটি লক্ষ আছে। এতে বেতন ব্যবস্থা থেকে ভুয়ো এন্ট্রি, নিষ্ক্রিয় কর্মচারী বা ডুপ্লিকেট অ্যাকাউন্ট নির্মূল করা সম্ভব।
KYC দ্বারা আধার, প্যান, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হয়ে থাকে। এর দ্বারা চাকুরীরত বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের রিয়েল টাইম ডেটা প্রমাণীকরণ নিশ্চিত করা হয়ে থাকে।
চাইল ঘরে বলে KYC আপডেট করতে পারেম। আপনি অফিসিয়াল কর্মচারী পোর্টালে যান। সেখানে কর্মচারী শংসাপতর ব্যবহার করে লগ ইন করুন।
আপনার আধার, প্যান, ছবি স্ক্যান করে আপলোড করুন।
আপনার বেতন অ্যাকাউন্টের সঙ্গে তা লিঙ্ক করে দিন। এবার আপমা মোবাইলে ওটিপি যাবে। যা সময় মতো যাচাই করুন।
দ্রুত এই কাজ করে নিন। KYC জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মে। নির্দিষ্ট দিনের মধ্যে এই কাজ না করলে পড়বেন সমস্যায়।