'লক্ষ্মীর ভাণ্ডার'-এ ভোটে লক্ষ্মীলাভ নীতিশে, বিহার জয়ে গেরুয়া শিবিরকে পথ দেখালেন মমতা
বিহারে নীতিশ কুমারের এক বাজিতেই কুপোকাত বিরোধীরা। জেডিইউ ও বিজেপি জোট ২০২টি আসন পেয়েছে। সেখানে আরজেডি ও কংগ্রেসের পেয়েছে মাত্র ৩২টি। ভোটে নীতিশের লক্ষ্মীলাভের কারণগুলি দেখুন।

নীতিশের জয়
বিহারে নীতিশ কুমারের এক বাজিতেই কুপোকাত বিরোধীরা। জেডিইউ ও বিজেপি জোট ২০২টি আসন পেয়েছে। সেখানে আরজেডি ও কংগ্রেসের পেয়েছে মাত্র ৩২টি। কিন্তু কেন এই বিশাল জয়- তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নীতিশের বাজি
ওয়াকিবহাল মহলের ধারনা নীতিশ কুমারের বিহার জয়ের বাজি হল বাংলার মতই সেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্প চালু করা। তাতেই মহিলাদের দেদার ভোট পেয়েছেন বলে অনুমান রাজনীতির বিশেষজ্ঞদের।
মুখ্যমন্ত্রী রোজগার যোজনা
মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্পকেই আরও বড় আকারে বিহারে চালু করেছেন নীতিশ কুমার। তাতেই মহিলা উৎসহ ছিল প্রবল। ভোটের মুখে সেই প্রকল্পই মহিলাদের নীতিশের পালা হাওয়া দিতে সাহায্য করেছে।
লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে তুলনা
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেখানে মহিলা মাসে মাসে মাত্র ১২০০ থেকে ১৫০০ টাকা পায়, সেখানেই নীতিশ কুমারের মহিলা রোগজার যোজনার প্রথম কিস্তিতেই দেওয়া হয়ে ১০ হাজার টাকা। সেই অপ্থ পেতে মহিলাদের মধ্যে রীতিমত হিড়িক পড়ে গিয়েছিল।
ভোটের আগের দিনেই টাকা
বিহারে প্রথম দফা ভোটের আগের দিনেই রাজ্যের প্রায় ১ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছিল ১০ হাজার করে টাকা। নগদ এই টাকা পেতেই বিহারের মহিলাদের মধ্যেই উৎসহ ছিল চোখে পড়ার মত।
ভোটের হিসেব নিকেশ
এখনও পর্যন্ত বিহারের ভোটের হিসেব নিকেশ যা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে মহিলা এবার পুরুষদের তুলনায় বেশি ভোট দিয়েছেন। ভোটার লাইনেও মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত।

