সংক্ষিপ্ত
ধর্মীয় হিংসার ফলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসনকে সহায়তা করার জন্য বিহারে অতিরিক্ত আধাসামরিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
রাম নবমীকে কেন্দ্র করে যে হিংসার আগুন জ্বলে উঠেছিল বিহারে, সেই আগুন প্রবলভাবে বেড়ে ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। বৃহস্পতিবার ছিল রাম নবমী, সেই উৎসবের দিনে হিন্দু-মুসলমান দ্বন্দ্বের আস্ফালন পৌঁছে যায় ব্যাপক হিংসা এবং হানাহানিতে। সম্প্রতি এই বিষয়েই রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সাথে কথা বললেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার অমিত শাহ বিহারের সাম্প্রদায়িক হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতির খোঁজ নিতে সেই রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সাথে কথা বলেছেন। ধর্মীয় হিংসার ফলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসনকে সহায়তা করার জন্য বিহারে অতিরিক্ত আধাসামরিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিহার সরকার অনুরোধ জানালেই রাজ্যে অতিরিক্ত বাহিনী পাঠানো হবে। মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “স্বরাষ্ট্রমন্ত্রী বিহারের গভর্নরের সাথে কথা বলেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখছেন। এই রাজ্যে সহিংসতার বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।”
রাম নবমী উৎসবের সময় সাম্প্রদায়িক হিংসায় কেঁপে ওঠে বিহারের সাসারাম এবং বিহার শরীফ শহর। সাসারাম ও বিহার শরীফে সাম্প্রদায়িক হিংস্রতার ঘটনায় শনিবার পর্যন্ত পুলিশ মোট ৪৫ জনকে গ্রেফতার করেছে। উভয় শহরেই সাম্প্রদায়িক দাঙ্গার ফলে প্রচুর যানবাহন, বাড়িঘর এবং দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় বহু মানুষ আহত হন এবং প্রবল ক্ষতির মুখে পড়েন। সংঘর্ষ প্রথমে কিছুটা নিয়ন্ত্রণে এলেও শুক্রবার সাসারামে আবার এতটা হিংসা বেড়ে যায় যে, প্রশাসনকে সম্পূর্ণ এলাকা জুড়ে জরুরি অবস্থা জারি করতে হয়। ফলে সাসারামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রবিবারের সফরও বাতিল করা হয়। সূচি অনুযায়ী রবিবার নওয়াদায় দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন শাহ। দাঙ্গার জন্য সাসারামে সম্রাট অশোকের জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করে বিহার প্রশাসন। তবে, এর বিরুদ্ধে বিহারের নীতীশ কুমার সরকারের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিজেপি প্রধান সম্রাট চৌধুরী।
আরও পড়ুন-
Amritpal Singh News: ‘পলাতক’ নই, শীঘ্রই সামনে আসব: তাহলে কি স্বর্ণ মন্দিরেই আত্মসমর্পণ করবেন অমৃতপাল সিং?
Ration Shop New Rules: আধার কার্ড না থাকলেও পাওয়া যাবে রেশন, নিয়মে জোর দিল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক
মুকেশ এবং নীতা আম্বানির অনুষ্ঠানে স্মৃতি ইরানি থেকে অঞ্জলি টেন্ডুলকার, সকলেই হাজির হলেন কন্যা-সহযোগে