সংক্ষিপ্ত

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সমর্থকদের দ্বারা এশিয়ানেট নিউজের কর্মীদের লাগাতার হামলা এবং হুমকি দেওয়ার প্রতিবাদে এবার সোচ্চার হল বিজেপি। 

এশিয়ানেট নিউজের সঙ্গে মনোমালিন্যের অবসান। ২০২১-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকে দীর্ঘ ২ বছর ধরে পোষণ করে চলা বিরূপ মানসিকতার অবসান ঘটিয়ে এবার ২০২৩ সালের ১০ জুলাই নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে এশিয়ানেট নিউজের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করল কেরলের বিজেপি।

বিগত কয়েক বছর ধরে কেরলে পিনারাই বিজয়ন দ্বারা পরিচালিত বামপন্থী সরকারের বিভিন্ন নেতামন্ত্রীদের সাথে দুর্নীতিবাজদের সংযোগ বা বহু ধরনের দুর্নীতির খবর কোনওরকম রাখঢাক ছাড়াই প্রকাশ করে এসেছে এশিয়ানেট নিউজ। এই নির্ভীক সাহসিকতার সামনে দেওয়াল তোলার চেষ্টা করেছিল সেই রাজ্যের বহু বামপন্থী সংগঠন আশ্রিত দুষ্কৃতীরা। এশিয়ানেটের (Asianet News) অফিসে হামলা, সাংবাদিকদের ভয় দেখানো, সংবাদকর্মীদের হুমকি দেওয়া, ইত্যাদি বিবিধ ধরনের আইনবিরুদ্ধ কাজ করে সত্য সংবাদকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়। সেই সময়ও ২০২১ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির ওপর আক্রমণের খবর জোরালোভাবে প্রকাশ না করার কারণে কেরলে এশিয়ানেট নিউজের সঙ্গে মনোমালিন্যতা অব্যাহত রেখেছিল বিজেপি (BJP)।

১০ জুলাই এই দ্বন্দ্ব ঘুচিয়ে দিয়ে কেরলের বাম সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে অবশেষে এশিয়ানেট নিউজকে প্রকাশ্যে সমর্থন জানাল গেরুয়া শিবির। দলের পক্ষ থেকে আজ ঘোষণা করা হয় যে, “দুই বছর ধরে চলতে থাকা এশিয়ানেট নিউজের অসহযোগিতার অবসান ঘটার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কেরল ইউনিট। কেরলে বাম সমর্থকদের দ্বারা মিডিয়াকে আক্রমণের পরিপ্রেক্ষিতে বিজেপি মিডিয়ার পাশে দাঁড়াতে বাধ্য, যারা সরকারী সন্ত্রাসের শিকার হতে পারে। ডেমোক্রেটিক কেরল এশিয়ানেট নিউজ এবং তার সাংবাদিকদের প্রতি সিপিএমের ফ্যাসিবাদী মনোভাব গ্রহণ করতে পারে না। জরুরি ভিত্তিতে রাজ্যের গণমাধ্যমের স্বাধীনতাকে নির্মূল করার চেষ্টা করছে পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন সরকার। কমিউনিস্ট সরকার দ্বারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে দমন করার পদক্ষেপের বিরুদ্ধে জোরালো জনপ্রতিবাদের নেতৃত্ব দেবে বিজেপি।” এই কথা জানিয়েছেন কেরলের বিজেপি রাজ্য সভাপতি কে. সুরেন্দ্রন (K Surendran)।

আরও পড়ুন- 
Rajya Sabha Election 2023: তৃণমূলের পক্ষ থেকে বড় ঘোষণা! রাজ্যসভা নির্বাচনের জন্য ৬ প্রার্থীর নাম প্রকাশ
ইমেলে ‘XX’ লেখা মানে চুমু পাঠানো? নিজের বসের বিরুদ্ধেই কেস ঠুকে দিলেন মহিলা কর্মী
Repoll in Panchayat Election: তমলুকে তৃণমূল নেতাকে মেরে রক্তাক্ত করে বাইকে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা! বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ শাসকদল
Vande Bharat: ‘বন্দে ভারত’ নিয়ে এবার বড় আপডেট! ছবি দিয়ে ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব