সংক্ষিপ্ত

  • বিহার নির্বাচনে প্রথম দফার প্রার্থী ঘোষণা বিজেপির
  •  প্রথম তালিকায় রয়েছে ২৭জনের নাম
  •  এবার তালিকায় চমক শ্যুটার শ্রেয়শী সিং
  •  জামুই থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি
     

বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রথম তালিকায় রয়েছে ২৭জনের নাম। এবার তালিকায় চমক শ্যুটার শ্রেয়শী সিং। জামুই থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। 

আগামী ২৮ অক্টোবর বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন। তার আগেই আসন ভাগাভাগি হয়ে গিয়েছে এনডিএ-র। সিদ্ধান্ত অনুযায়ী বিহার বিধানসভা জয়ের জন্য় নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড পেয়েছে ১২২টি আসনে প্রার্থী দেওয়ার অধিকার। আসন রফা অনুযায়ী সেই জায়গায় মাত্র একটা আসন কম ১২১টি আসনে প্রার্থী দেবে বিজেপি। যার প্রথম ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল দল। তবে জেডিইউ-এর মধ্য়ে জিতেন রাম মাঝির 'হাম পার্টি'-কে ৭টা টিকিট দিয়েছে জেডিইউ। নিজের ১২২টা আসন থেকেই এই আসন দিয়েছে নীতীশ ব্রিগেড। শোনা যাচ্ছে, বিজেপিও নিজের ১২১টা আসনের থেকে কিছু আসন ভিআইপি প্রার্থীদের দেবে।

তবে আসন রফার আগেই বিহার নির্বাচনে 'ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স'-এর মধ্য়েও ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্য়েই এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানকে মন্তব্য়ে অস্বস্তির সৃষিট হয়েছে এনডিএ জোটে। তাঁর অভিযোগ, এনডিএ জোটে জেডিইউ-এর নীতীশ কুমারকে  সামনে তুলে ধরে রাজ্য়ে এগোচ্ছে বিজেপি। যদিও জোট আলোচনার মাধ্য়মেই এগোচ্ছে বলে মন্তব্য করেছে বিজেপি।

নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী এবার তিন দফায়  বিহার বিধানসভা নির্বাচন হবে। ২৮ অক্টোবর শুরু হচ্ছে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফা হবে ৩ নভেম্বর। শেষ পর্যায়ের নির্বাচন হবে ৭ নভেম্বর। ১০ নভেম্বর ফল ঘোষণা। এবারের বিহার নির্বাচনে বিজেপির প্রার্থীী তালিকায় বড় চমক শ্য়ুটার শ্রেয়শী সিং। কদিন আগেই দলে যোগ দেন তিনি। প্রার্থী তালিকা বলছে, পবন কুমার যাদবকে এবার কাহালগাঁও কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। বাঁকা থেকে প্রার্থী হয়েছেন রাম নারায়ণ মন্ডল। নিক্কি হেমব্রমকে পার্টি  প্রার্থী করেছে কাটোরিয়া থেকে। মুঙ্গেরে দাঁড়িয়েছেন প্রণব কুমার মণ্ডল। লখিসরাই থেকে এবার প্রার্থী হয়েছেন বিজয় কুমার সিনহা। ফ্লাডে এবার বিজেপির প্রার্থী জ্ঞানেন্দ্র কুমার সিং। আড়ায় বিজেপির তুরুপের তাস অমরেন্দ্র প্রতাপ সিং।