- Home
- India News
- বিরাট সুখবর! আর ৬০-এ অবসর নয়, বাড়ছে রিটায়ারমেন্টের বয়স, জেনে নিন কারা পাবেন এই সুবিধা
বিরাট সুখবর! আর ৬০-এ অবসর নয়, বাড়ছে রিটায়ারমেন্টের বয়স, জেনে নিন কারা পাবেন এই সুবিধা
- FB
- TW
- Linkdin
রাজ্য সরকারি কিংবা কেন্দ্রীয় সরকারি কর্মীদের চাকরি থেকে শুরু করে ডিএ কিংবা বেতন বৃদ্ধি সবই বারে বারে আসে খবরে।
কর্মীদের চাকরি সংক্রান্ত কোনও সব সময় তৈরি করে হেডলাইন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে চলছে তোড়জোড়।
তেমনই কোন রাজ্যের কর্মীরা কত শতাংশ ডিএ পেল তা সব স তৈরি করে খবর। এবার প্রকাশ্যে এল আরও এক বড় খবর।
শোনা যাচ্ছে, সরকারি কর্মীদের অবসরের বয়স পরিবর্তন হচ্ছে। আর ৬০-এ অবসর নয়, বাড়ছে বয়স।
এবার অবসরের বয়স ৬০ বছর থেকে ৬২ করার পরিকল্পনা চলছে। অন্ধ্রপ্রদেশের সরকার বদল করতে চলেছে এই নিয়ম।
এপিএনজিও রাজ্যের সভাপতি শিব রেড্ডি এর সভায় এমনটাই আশ্বাস দেন।
তিনি জানান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এই বিষয় দৃষ্টিপাত করতে চলেছে। অবসরের বয়স বৃদ্ধি, মুলতুবি ডিএ, পিআরসি কনিশনে নিয়োগের বিষয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তবে, কবে থেকে এই বিষয় লাগু হবে তা জানান যায়নি। অবসররে বয়স বৃদ্ধি হতে পারে বলে মিলেছে আশ্বাস।
এই বিষয়টিকে অনেকে ভোটের আগের প্রতিশ্রুতি বলে মনে করছেন। এখন দেখার বাস্তবে এই নিয়ম লাগু হয় কি না।
এদিকে আবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ হারে পাচ্ছেন ডিএ। শীঘ্রই বাড়বে এই ডিএ। যা ফেব্রুয়ারির শেষে ঘোষণা হবে।