সংক্ষিপ্ত
শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম দিন সংসদে বক্তব্য পেশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু কংগ্রেস নেতা-নেত্রীদের বিরুদ্ধে তাঁর প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলেন বিহারের বাহুবলী নেতা পাপ্পু যাদব। এই নির্দল সাংসদ তথা কংগ্রেস সমর্থক বলেছেন, 'রাষ্ট্রপতি শুধু স্ট্যাম্প হিসেবে আছেন। তাঁকে শুধু প্রেমপত্র পড়তে হয়।' শুক্রবার সংসদে বাজেট অধিবেশনের প্রথম দিন ভাষণ দেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্যের পর সংসদের বাইরে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী, রাহুল গান্ধী। এবার পাপ্পুও বিতর্কিত মন্তব্য করলেন। বিহারের এই বাহুবলী নেতা বিজেপি-কেও তীব্র আক্রমণ করেছেন। পাপ্পু বলেছেন, ‘অর্থনীতি, নোট বাতিল, কালো টাকা, ১৫ লক্ষ টাকা, ২ কোটি চাকরি, আয়ুষ্মান, জন ধন যোজনা, ফসলের সহায়ক মূল্য, মণিপুর, অগ্নিবীর, সংরক্ষণ, জাত গণনা নিয়ে কথা বলুন। বিজেপি সবসময় মিথ্যা কথা বলে এবং মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। ১২ বছর পর মহাকুম্ভ হচ্ছে। কিন্তু ওরা বলছে, ১৪৪ বছর পর হচ্ছে। ওরা সাধারণ মানুষ, অর্থনীতি নিয়ে কথা বলে না।’
সংসদে সরকারের প্রশংসায় রাষ্ট্রপতি
শনিবার বাজেট পেশ
শনিবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে শুক্রবার ইকনমিক সার্ভে রিপোর্ট পেশ করা হয়েছে। গত চার বছরের তুলনায় এবার দেশের আর্থিক বৃদ্ধির হার কিছুটা কমে গিয়েছে। ফলে চিন্তায় পড়ে গিয়েছেন অর্থনীতিবিদরা। দেশের আর্থিক বৃদ্ধি ঠিক পথে চলছে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্যে সোনিয়া গান্ধীর 'বেচারি' মন্তব্যে বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া
'বিদেশী শক্তি নাক গলায়নি', বাজেট পেশের আগেই বিরোধীদের চড়া সুরে টার্গেট নরেন্দ্র মোদীর