হরদম বাইরের বিরিয়ানি খাচ্ছেন? বিড়ালের মাংস নয় তো!
হরদম বাইরের বিরিয়ানি খাচ্ছেন? চিকেন হোক বা মাটন গরমা গরম বিরিয়ানি পরিবেশন করছে আপনার সামনে। তবে আদেও কি চিকেন বা মাটনই খাচ্ছেন? নাকি তাতে রয়েছে অন্য কোনও মাংস।
শুনে গা ঘিনঘিন করে উঠলেও এমনই ঘটনা ঘটেছে চেন্নাইয়ের পেরামবুরে। পেরামবুরের নারিকুরাভার্সে বেড়ালের মাংস দিয়ে তৈরি হচ্ছে বিরিয়ানি। এমনই এক ভিডিও ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের। ভিডিওটিতে দুই ব্যক্তিকে বস্তায় বিড়াল ভরতে দেখা গিয়েছে।
Scroll to load tweet…
তবে এই বিড়ালই কি সরাসরি চলে যাচ্ছে বিরিয়ানির প্লেটে? বেশ কয়েক বছর আগে ভাগাড়ের মাংস নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাড়া পশ্চিমবঙ্গ জুড়ে। এবার এই ঘটনার ছায়া দেখা গেল চেন্নাইতেও। রাতদুপুরে এমন ভাব বিড়াল চুরির ঘটনা মোটেও ভালো চোখে দেখছেন না নেটিজেনরা।
