দুদিন ধরে টানা অভিযান চালায় সিবিআই।
দুদিন ধরে চলা সর্বভারতীয় অভিযানে ২৩ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করেছে সিবিআই। দিল্লী পুনে, মুম্বই সহ মোট ৬০টি জায়গায় তল্লাশি চালিয়ে এই ডিজিটাল মুদ্রা উদ্ধার করা হয়েছে। ক্রিপ্টোকারেন্সি ছাড়াও ডিজিটাল নথি, ল্যাপটপ এবং মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।
গেইনবিটকয়েন নামে একটি বিটকয়েন বিনিয়োগ জালিয়াতি মামলায় এই অভিযান চালানো হয়েছে বলে খবর। এই জালিয়াতির সঙ্গে আন্তর্জাতিক যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখছে সিবিআই।
মঙ্গলবার এবং বুধবার, দিল্লী, পুনে, নান্দেড়, কোলাপুর, মুম্বই, বেঙ্গালুরু, হুবলি, চণ্ডীগড়, মোহালি এবং উত্তরপ্রদেশের ঝাঁসিতে এই অভিযান চালানো হয়েছে। আরি সেই অভিযানেই ক্রিপ্টোকারেন্সি, বেশ কিছু হার্ডওয়্যার ক্রিপ্টো ওয়ালেট, নথিপত্র, ৩৪টি ল্যাপটপ, হার্ডডিস্ক, ১২টি মোবাইল ফোন, বেশ কিছু ইমেইল এবং ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের ডেটা বাজেয়াপ্ত করা হয়েছে।
নিঃসন্দেহে গোটা দেশজুড়ে একটি বিরাট অপারেশন চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। জানা গেছে, টানা দুদিন ধরে এই তল্লাশি অভিযান। এই সর্বভারতীয় অভিযানে মোট ২৩ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করেছে সিবিআই। দিল্লী পুনে, মুম্বই সহ মোট ৬০টি জায়গায় তল্লাশি চালিয়ে একাধিক ডিজিটাল মুদ্রা উদ্ধার করা হয়েছে।
ক্রিপ্টোকারেন্সি ছাড়াও ডিজিটাল নথি, ল্যাপটপ এবং মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লী, পুনে, নান্দেড়, কোলাপুর, মুম্বই, বেঙ্গালুরু, হুবলি, চণ্ডীগড়, মোহালি এবং উত্তরপ্রদেশের ঝাঁসিতে এই অভিযান চালানো হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
