CBSC বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সামনেই! কীভাবে পাবেন এডমিট কার্ড
বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে লিঙ্ক থেকে পরীক্ষার যাবতীয় তথ্য পেয়ে যাবেন পড়ুয়ারা।
18

Image Credit : our own
সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।
28
Image Credit : Getty
১৫ থেকে শুরু করে দশম শ্রেনীর পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ এবং দ্বাদশ শ্রেনীর পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল।
38
Image Credit : Getty
৩ ফেব্রুয়ারি সিবিএসই বোর্ড এই দুটি শ্রেনীর অ্যাডমিড কার্ড প্রকাশ করেছে।
48
Image Credit : Asianet News
পড়ুয়ারা সিবিএসই-এর ওয়েবসাইট cbsc.gov.in-এই লিঙ্ক থেকে অ্যাডমিড কার্ড-এর বিস্তারিত তথ্য মিলবে।
58
Image Credit : Getty
নির্দিষ্ট দিন অনুসারে পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে।
68
Image Credit : iSTOCK
বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে cbsc.gov.in-এই লিঙ্ক থেকে পরীক্ষার যাবতীয় তথ্য পেয়ে যাবেন পড়ুয়ারা।
78
Image Credit : iSTOCK
সেখান থেকে প্রয়োজনে সরাসরি ডাইনলোডও করতে পারবেন। তবে নথি সংগ্রহের জন্য অবশ্যই স্কুলে যেতে হবে।
88
Image Credit : social media
এই বছর আট হাজার স্কুলের প্রায় ৪৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।
Latest Videos