সংক্ষিপ্ত
ভোটের মধ্যেই ফলপ্রকাশ সিবিএসসি-র দ্বাদশ শ্রেণীর। প্রথম স্থান দখন করে রেকর্ড সাফল্য ছাত্রীদের।
ভোটের জেরে ব্যহত হবে না পরীক্ষার ফলপ্রকাশ। আগে থেকেই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যথা সময় প্রকাশ্যে আসবে ফলাফল। তাই নিয়ম মেনেই মে মাসের শুরুতে বৃহস্পতিবার সিবিএসসি বোর্ডের ফলাফল হাতে পেল ছাত্রছাত্রীরা। ২০১৯-এর ফলাফল ঘোষনা হওয়া মাত্রই চতুর্দিকে ছাত্রীদের জয় জয়করা। ৯৯.৮০ শতাংশ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান দখল করে হংসিকা শুক্লা ও করিশ্মা আরোরা।
পশ্চিমবঙ্গে প্রথমস্থান দখল করেছে সাউথ পয়েন্টের দেবাঞ্জন দাস। তার সংরক্ষণে ৯৮.৬শতাংশ নম্বর। ফলাফল অনুসারে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ১০ জন ছাত্রছাত্রী হলঃ
- দেবাঞ্জন দাস (সাউথ পয়েন্ট হাইস্কুল)
- শিক্ষা মাহেশ্বরী (অশোক হল গার্লস স্কুল)
- সৌমক মিস্ত্রী (হেম শিলা মডেল স্কুল)
- সৌমদীপ ভট্টাচার্য্য (ভবণ কেন্দ্রীয় বিদ্যামন্দির)
- শাস্বত দত্ত (হেম শিলা মডেল স্কুল)
- শুভদীপ হাজরা (ডাভ মডেল স্কুল)
- হর্ষিতা বর্ম (কেন্দ্রীয় বিদ্যালয়)
- মানিনী দাস (আর্মি স্কুল)
- অঙ্গীকার ঘোষাল (সাউথ পয়েন্ট স্কুল)
- খুশী বিহানী (ভবন কেন্দ্রীয় বিদ্যামন্দির)
চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩লক্ষ। রাজ্যে সাউথ পয়েন্ট স্কুলের ফলাফল সর্বাধিক প্রশংসিত। ৫২০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৩২০ জন ৮০ শতাংশের অধিক নম্বর পায় ও ১৭০ জন ৯০ শতাংশের অধিক নম্বর সংগ্রহ করে। রাজ্যে প্রথম দশের দুইটি স্থান দখল করেছে এই বিদ্যালয়ের ছাত্র।