সংক্ষিপ্ত

  • সিবিএসই পরীক্ষা সূচি ঘোষণা করা হবে 
  • আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে 
  • জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী 
  • অনলাইন পরীক্ষা হবে না   
     

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক আগামী দোশরা ফেব্রুয়ারি সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির  বোর্ড পরীক্ষার সূচি ঘোষণা করবেন। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। সেই সূত্রের ধরেই এদিন শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে ভার্চুয়াল আনোচনায় তিনি জানিয়েছেন আগামী মঙ্গলবারই জানা যাবে পরীক্ষা সূচি। একই সঙ্গে সিবিএসসি পড়ুয়াদের গত ৪৫ বছরের রেকর্ড ডিজিটালাইজ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু হওয়ার দিন নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গত ডিসেম্বরে ঘোষণা করেছিলেন। তখন জানা গিয়েছিল ৪ মে থেকে ১০ জুনের মধ্যে পরীক্ষা গ্রহণ করা হবে। ফলাফল ঘোষণা হবে ১৫ জুলাই। তবে ২০২১ সালের বোর্ড পরীক্ষা লিখিত আকারেই হবে। অনলাইন পরীক্ষা দেওয়ার কোনও ব্যবস্থা থাকছে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। করোনা মহামারির কারণে গত বছর মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। ১৫ অক্টোবর থেকে কয়েকটি রাজ্যে স্কুল খুললেও অধিকাংশ রাজ্যেই বন্ধ  রয়েছে। 


সিবিএস পরীক্ষা সূচি জানার নিময়ঃ
১. সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। cbsc.inc.in
২. ক্লিক করতে হবে 'BSE schedule for 10 &12'
৩. পরের পৃষ্ঠায় একটি পিডিএফ ফাইল পাওয়া যাবে। 
৪. ১০ অথবা ১২ যে কোনও একটি ক্লাসকে বেছে নিতে হবে। 
৫. তারপরই পরীক্ষার সূচি দেখতে পাওয়া যাবে কম্পিউটার স্ক্রিনে। 
৬. সেই পৃষ্ঠাটি সেভ করে ডাউনলোড করতে হবে।