সংক্ষিপ্ত
- সংসদের শীতকালীন অধিবেশনে উঠলল চন্দ্রযান-২'র কথা
- প্রশ্ন করা হয়েছিল খরচ সাপেক্ষে লক্ষ্যে কতটা সফল চন্দ্রযান-২
- তার লিখিত জবাব দিল কেন্দ্র
- তার মাধ্যমেই চন্দ্রযান-২ অভিযানে মোট কত খরচ হয়েছে তা জানা গিয়েছে
বুধবার সংসদের শীতকালীন অধিবেশনে লিখিতভাবে চন্দ্রযান-২ অভিয়ান সম্পর্কে জানালো কেন্দ্র। চন্দ্রযান-২ অভিযান খরচ সাপেক্ষে কতটা সফল, সেই প্রশ্ন উঠেছিল। তাতে কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চন্দ্রযান-২'এর অভিযানে খরচ হয়েছে ৬০৩ কোটি টাকা। আর এক উৎক্ষেপননের পিছনে খরচ পড়েছে ৩৬৭ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে এই প্রকল্পের পিছনে খরচ হয়েছে ৯৭০ কোটি টাকা।
জিতেন্দ্রর সিং জানান, চন্দ্রযান-২ একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর তিনটি অংশ হল - অরবাইটর, ল্যান্ডার এবং রোভার। দেশীয় প্রযুক্তিরই জিএসএলভি মার্ক থ্রি এম-১ রকেটের মাধ্যমে মহাশূন্যে পাঠানো হয় চন্দ্রযানকে। একমাত্র বিক্রমের ল্যান্ডিং-এর শেষ কয়েক মুহূর্ত ছাড়া চন্দ্রযান-২ মিশন তার সব লক্ষ্যই পূর্ণ করেছে।
কেন সফ্ট ল্যান্ড করতে ব্যর্থ হল ল্যান্ডার বিক্রম? জিতেন্দ্র সিং জানিয়েছেন, অবতরণের সময় প্রথম পর্যায় অর্থাৎ রাফ ব্রেকিং-এর সময় প্রত্যাশিতভাবেই বেগ কমেছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু পরের ধাপে অর্থাৎ ফাইন ব্রেকিং-এর সময় আচমকা কোনও কারণে দ্রুত গতিবেগ কমে যায় ল্যান্ডার-এর। তাতেই প্রত্যাশিত পথে থাকেনি বিক্রম। নির্ধারিত ল্যান্ডিং এলাকার ৫০০ মিটারের মধ্যে এক জায়গায় আছড়ে পড়ে।