চাঁদের মাটিতে দ্বিতীয়বার সফলভাবে সফট ল্যান্ডিং বিক্রমের, দেখুন ভিডিও
সফলভাবে দ্বিতীয়বার চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করল ল্যান্ডার বিক্রম । পূর্ব পরিকল্পনামত ইঞ্জিন ফায়ার করা থেকে ৪০ সেমি উচ্চতায় উঠে ফের সফট ল্যান্ডিং করেছে বিক্রম ।
সাফল্যের বার্তা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফ থেকে । চন্দ্রপৃষ্ঠে সাফল্যের সঙ্গে লাফ দিল ল্যান্ডার বিক্রম। সেইসঙ্গে সফলভাবে দ্বিতীয়বার চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করল এই ল্যান্ডার। ইসরো জানিয়েছে নিজের লক্ষ্যকে ছুঁতে পেরেছে ল্যান্ডার বিক্রম । পূর্ব পরিকল্পনামত ইঞ্জিন ফায়ার করা থেকে ৪০ সেমি উচ্চতায় উঠে ফের সফট ল্যান্ডিং করেছে বিক্রম । চন্দ্রযান ৩-এর সাফল্য ইসরোকে চাঁদের মানব অভিযানে উৎসাহিত করবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। বিক্রম ল্যান্ডারের প্রতিটি কাজ নিখুঁত ও পরিকল্পনামাফিকই চলেছে বলে জানিয়েছে ইসরো।
Read more Articles on