- Home
- India News
- কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কেরলের তৃণমূল প্রার্থী, ছবিতে দেখুন পিভি আনবরের সম্পত্তির পরিমাণ
কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কেরলের তৃণমূল প্রার্থী, ছবিতে দেখুন পিভি আনবরের সম্পত্তির পরিমাণ
PV Anvar assets: ২০২৫ সালেই দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন পিভি আনবর। কেরল বিধানসভা উপনির্বাচনের প্রার্থী। দেখুন তাঁর সম্পত্তির পরিমাণ।

কেরলে পা তৃণমূলের
কেরলে এবার পা রাখতে চলছে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে প্রার্থী দিয়েছে। প্রার্থী পিভি আনবর।
কেন্দ্র
কেরলের নিলাম্বুর বিধানসভা উপনির্বাচনে পিভি আনবরকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। মালয়লি ভাষায় লেখা আনবর নিজের সম্পত্তির হিসেব জমা দিয়েছেন।
পিভি আনবরের সম্পত্তি
নির্বাচনী হলফনামায় জমা দেওয়া তথ্য অনুযায়ী পিভি আনবরের সম্পত্তির পরিমাণ দেখেনিন।
কোট টাকার মালির
নির্বাচনী হলফনামা অনুযায়ী পিভি আনবর স্থাবর অস্থাবর মিলিয়ে প্রায় ৫২ কোটি টাকার সম্পত্তির মালিক।
স্থাবর অস্থাবর সম্পত্তি
পিভি আনবরের স্থাবর সম্পত্তির পরিমাণে ৩৪ কোটি টাকা। আর অস্থাবর সম্পত্তির পরিমণে প্রায় ১৮ কোটি টাকা।
ঋণের পরিমাণ
নির্বাচনী হলফনামা অনুযয়ী পিভি আনবরের ঋণ রয়েছে প্রচুর। প্রায় ২০ কোটি টাকা দেনা রয়েছে। যারমধ্যে ব্যাঙ্ক ঋণের পরিমাণ ৯ কোটি টাক।
২০২১ সালে সম্পত্তি
২০২১ সালের ঘোষণা অনুযায়ী পিভি আনবরের সম্পত্তির পরিমাণ ছিল ৬৪ কোটি টাকা। আর সেই সময় ঋণ ছিল ১৭ কোটি টাকা।
সোনাদানা
তৃণমূল প্রার্থীর পরিবারের দুই সদস্যেরও ৮ কোটি ও ৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে। প্রত্যেকের ১.২ কেজি সোনা রয়েছে।
ফৌজদারি মামলা
হলফনামা অনুযয়ী পিভি আনবরের নামে ১০টি ফৌজদারি মামলা রয়েছে। যার অধিকাংশই ২০২৪-২৫ সালের মধ্যে রুজু করা হয়েছে। কিন্তু কোনও মামলাতেই চার্জ গঠন করা হয়নি।
বাম জোটের সদস্য
২০১৬ ও ২০১২১ সালে বাম জোট এলডিএফ সমর্থিত নির্দল বিধায়ক ছিলেন পিভি আনবর। চলতি বছরই দলবদল করেন।
তৃণমূলে যোগ
২০২৫ সালের জানুয়ারি মাসে পিভি আনবর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
প্রতিদ্বন্দ্বী
কেরলের বিরোধী জোট ইউডিএফ এই কেন্দ্রে প্রার্থী করেছেন কংগ্রেসের শৌকতালিকে। তাঁর সম্পত্তির পরিমাণে ৮ কোটি ১৬ লক্ষ। সিপিএম প্রার্থী এম স্বরাজের সম্পত্তির পরিমাণে ৬৩ লক্ষ টাকার কিছু বেশি।

