সংক্ষিপ্ত
ভারতে কি বিনিয়োগ করবে টেসলা? ইলন মাস্কের ভারত সফর বাতিল হয়ে যাওয়ার পর থেকেই এ ব্যাপারে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভারতে টেসলা গাড়ি তৈরি হবে কি না সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ভারতে কি আদৌ বিনিয়োগ করবে টেসলা? এদেশে তৈরি হবে বৈদ্যুতিক গাড়ি? এ ব্যাপারে অনেকেই সন্দিহান। এ বছরের এপ্রিলে ভারত সফরে আসার কথা ছিল ইলন মাস্কের। কিন্তু তিনি অনির্দিষ্টকালের জন্য সেই সফর বাতিল করেছেন। ভারতে কারখানা তৈরির জন্য উপযুক্ত জায়গার বিষয়ে আর খোঁজও নিচ্ছেন না টেসলার উচ্চপদস্থ আধিকারিকরা। নয়াদিল্লিতে টেসলার দফতর আছে বটে, কিন্তু সেই দফতর থেকেও ভারতে বিনিয়োগের বিষয়ে কোনওরকম উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে দাবি ব্লুমবার্গের। আরও দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারকে বার্তা দেওয়া হয়েছে, মূলধন সংক্রান্ত সমস্যা আছে টেসলার। এই কারণে অদূর ভবিষ্যতে ভারতে বিনিয়োগের কোনওরকম সম্ভাবনা নেই।
বিশ্বজুড়ে ক্ষতির মুখে টেসলা!
আন্তর্জাতিক বাণিজ্য মহলের দাবি, টানা দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক ক্ষতির মুখে পড়েছে টেসলা। চিনে প্রতিযোগিতার বাজারে চাপে পড়ে গিয়েছে এই সংস্থা। এপ্রিলে মাস্ক ঘোষণা করেন, কর্মীর সংখ্যা কমানোর পরিকল্পনা করা হয়েছে। আর্থিক ক্ষতি সামাল দিতেই এই পরিকল্পনা করেছেন মাস্ক। কিন্তু তাতেও আর্থিক ক্ষতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। টেসলার নতুন মডেল 'সাইবারট্রাক' এখনও খুব একটা জনপ্রিয় হয়ে ওঠেনি। মেক্সিকোতে টেসলার নতুন কারখানা তৈরির কথা ছিল। কিন্তু আর্থিক ক্ষতির কারণে এই কারখানা তৈরির কাজও পিছিয়ে দেওয়া হচ্ছে।
ভারতে তৈরি হবে বৈদ্যুতিক গাড়ি?
ভারতে যাতে টেসলা বিনিয়োগ করে, সে ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার নতুন বিনিয়োগ নীতির কথা ঘোষণা করেছে। কোনও বিদেশি সংস্থা অন্তত ৪,১৫০ কোটি টাকা বিনিয়োগ করলে এবং স্থানীয় কারখানা থেকে ৩ বছরের মধ্যে বৈদ্যুতিক গাড়ি তৈরি করলে আমদানি কর কমিয়ে দেওয়া হবে। কিন্তু এরপরেও ভারতে বিনিয়োগ করছে না টেসলা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'তাঁর সবচেয়ে বড় অর্জন টেসলা বা স্পেসএক্স নয়', ইলন মাস্ক-এর প্রসংশায় পঞ্চমুখ আনন্দ মহিন্দ্রা
টুইটার, টেসলা-সহ আরও কোন কোন সংস্থারও মালিক এলন মাস্ক, দেখে নিন সেই তালিকা